মোহাম্মদ রফিকুল ইসলাম/চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় “ওষখাইন রজায়ী দরবার শরীফ” এর বিশ্ব নূর মঞ্জিলে “রজায়ী ত্বরিকত কমিটি বাংলাদেশ” এর ব্যবস্থাপনায়,স্থানীয় রজায়ী দরবার শরীফ’র মাঠ প্রাঙ্গণে রজায়ী যুব ত্বরিকত কমিটি বাংলাদেশ এর মান্যবর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, বহু ধর্মীয় গ্রন্থ প্রণেতা,রজায়ী ফাউন্ডেশন’র চেয়ারম্যান, দানবীর ও রজায়ী দরবার শরীফ, বিশ্ব নূর মঞ্জিলের সাজ্জাদানশীন পীরজাদা আলহাজ্ব মোহাম্মদ খোরশেদ উল্লাহ্ রজায়ী প্রকাশ রজায়ী হুজুর(মা.জি.আ.)’র সভাপতিত্বে ও মাওলানা নাঈম উদ্দিন রজায়ী এবং মাওলানা ইমাম উদ্দিন রজায়ী’র পরিচালনায় গতকাল দিনব্যাপী ঐতিহাসিক শোহাদায়ে কারবালা মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আঞ্জুমানে রজভীয়া নূরীয়া ট্রাস্ট বাংলাদেশ এর চেয়ারম্যান পীরে ত্বরিকত ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আল্লামা আবুল কাসেম নূরী( মা.জি.আ.),বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলার ঐতিহ্যবাহী জামিরজুরী রজভিয়া আজিজিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা মুফতি আহমদ হোসাইন আল্কা দেরী(মা.জি.আ.),প্রধানবক্তা হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি স্কলার ও বিশিষ্ট ইসলামি চিন্তবীদ, দাওয়াতে ইমানী বাংলাদেশ, ব্রাহ্মনবাড়িয়ার চেয়ারম্যান আল্লামা মুফতি গিয়াস উদ্দীন আত ত্বাহেরী (মা.জি.আ.) এবং বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হযরত শাহছুফি আলী রজা ও একরাম শাহ রজায়ী(রহ:)’র পরিচালক মাওলানা কামরুদ্দিন নূরী।উপস্থিত ছিলেন-পীরজাদা মাওলানা রবিউল হেসেন রজায়ী,শাহজাূদা মাওলানা ফয়সাল রজায়ী,মোহাম্মদ আলী কোম্পানি, সাংবাদিক মোহাম্মদ রফিকুল ইসলাম,মেহাম্মদ রেজাউল করিম রজায়ী,রাজনীতিবীদ ও ব্যবসায়ী মোহাম্মদ জাবেদ খান,মাকসুদ চৌধুরী,মোহাম্মদ ফয়সাল রজায়ী,মোহাম্মদ এমরান,পাপ্পু,কামরুল ইসলাম হিরো ও আরো দেশবরেণ্য শিক্ষাবিদ ও ওলামায়েকেরামগণ উপস্থিত ছিলেন।প্রধান মেহমান আল্লামা মুফতি গিয়াস উদ্দীন আত ত্বাহেরী বলেন-ইমাম হুসাইন (আ.)কে যখন জিজ্ঞাসা করা হয় তখন তিনি বলেন-“আমি অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে সত্য ও ন্যায়ের জন্য বিদ্রোহ করেছি। আমি আমার নানাজি রাসূলুল্লাহ (সা.)-এর উম্মতের মধ্যে সংস্কার আনতে চাই,।হযরত আব্বাস ইবনে আলী (আ.) ইমাম হুসাইনের ভাই বলেন