আজিজুল ইসলাম/খুলনার রূপসায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিয়ন যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ জুলাই) বিকালে উপজেলার ৪নং টিএসবি ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে টিএসবি ইউনিয়ন অফিসে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা যুব বিভাগের সভাপতি মো: মোস্তফা আল মুজাহিদ, রূপসা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওঃ লবিবুল ইসলাম, সেক্রেটারি হাবিবুল্লাহ ইমন, জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সেক্রেটারি নাজিমুদ্দিন শেখ, টিএসবি ইউনিয়ন আমীর মো: আসাদুজ্জামান, উপজেলা তারবিয়াত সেক্রেটারি হাফেজ মোঃ জাহাঙ্গীর ফকির, উপজেলা যুব বিভাগের সভাপতি প্রফেসার গিয়াস উদ্দিন, সহ-সভাপতি হাফেজ সাইফুল ইসলাম, ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি হাফেজ মাও: গোলাম রসুল।টিএসবি ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মো: শাফিয়ার রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি দিদার বাদশার পরিচালনায় বক্তব্য রাখেন জামায়াত নেতা আলমগীর ফকির, মাওঃ আবদুল গফ্ফার, আবুল বাশার, তামিম বাদশা, শেখ আলামিন, মুন্সি মনিরুজ্জামান, হাফেজ মো: বিল্লাল শেখ, মাও: ইবরাহীম খলিল ফারুকী, জুম্মান আনসারী। এরপর মাগরিব বাদ উপজেলা মডেল মসজিদে গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এছাড়া যুবকদের মাঝে ফুটবল বিতরণ করা হয়।