মোঃ আসাদুল ইসলাম মিন্টু/জুলাই গণঅভ্যুত্থানে আহত ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী নিরব হাসানের চিকিৎসা ব্যয় নিজের বেতন থেকে বহনের ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের একজন কর্মচারী নজরুল ইসলাম (কাজল)।মঙ্গলবার (৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে আয়োজিত অংশীজন মতবিনিময় সভায় তিনি এই ঘোষণা দেন। সভায় নিরব হাসানের প্রতি মাসে ২০০০-২৫০০ টাকা চিকিৎসা ব্যয় এবং প্রশাসনিকভাবে কোনো সহযোগিতা না পাওয়ার কথা জানার পর নজরুল ইসলাম এ সিদ্ধান্ত নেন।নজরুল ইসলাম কাজল বলেন,তাঁর প্রতি মাসে চিকিৎসা ব্যয় হয় প্রায় ২০০০-২৫০০ টাকা। আমি সিদ্ধান্ত নিয়েছি, ইনশাআল্লাহ, যতদিন তাঁর চিকিৎসা চলবে, আমি ব্যক্তিগতভাবে এই খরচ বহন করবো।”
এ সময় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তিনি আরও বলেন, “আহত ও ভুক্তভোগী শিক্ষার্থীদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে, যাতে তাঁরা ভবিষ্যতে সম্মানজনক জীবনযাপন করতে পারেন।”নজরুল ইসলামের এই মানবিক উদ্যোগ প্রশংসিত হয়েছে ক্যাম্পাসজুড়ে। অনেকেই বলছেন, এটি একটি অনন্য দৃষ্টান্ত, যা অন্যদেরও উৎসাহিত করবে বিপদে পড়া শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে।