শাহ আলম কৌশিক/ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জে একাধিক হত্যা ও সহিংস হামলা মামলার পলাতক ও পরোয়ানাভুক্ত মোট ৬ আসামিকে গ্রেপ্তার করেছে ঈশ্বরগঞ্জ থানার পুলিশ। পুলিশ সুপার কাজী আখতার উল আলম এর নির্দেশনায় এবং গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকার এর সার্বিক তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় একক অভিযান পরিচালনা করে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ।শুক্রবার (১১ জুলাই) ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওবায়দুর রহমান এর নেতৃত্বে পুলিশ ফোর্সসহ অভিযান পরিচালনা করে ঈশ্বরগঞ্জ থানাধীন দুটি মামলার মোট ৬ জন আসামিকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়।হত্যা মামলায় গ্রেপ্তারকৃত আসামি মো.জোবায়ের হাসান (১৯) এর বাড়ি উপজেলার ২নং সোহাগী ইউনিয়নের হাটুলিয়া গ্রামে সে এই গ্রামের মো.হানিফ খান পাঠানের ছেলে,হাটুলিয়া গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে মো.কাউসার আহমেদ (১৯) কে পুলিশ গ্রেপ্তার করে।উপজেলার মাইজবাগ ইউনিয়নের বড় উওমপুর গ্রামের মৃত শরবত আলীর ছেলে মো.মিজানুর রহমান ওরফে মিজহারুল (৩৫), মো.আমিনুল ইসলামের ছেলে
মো.রাকিবুল হাসান ওরফে সেতু মিয়া (২৫), মৃত মিয়া হোসেনের ছেলে মো. আমিনুল ইসলাম (৫৫), ছাতিয়ানতলা বৈরা গ্রামের আবুল হোসেনের ছেলে পরোয়ানায়াভুক্ত আসামি মো.রাসেল মিয়া। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)মো.ওবায়দুর রহমান বলেন,মাননীয় পুলিশ সুপার মহোদয় এবং গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের দিকনির্দেশনায় আমরা একাধিক মামলার পলাতক ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। ঈশ্বরগঞ্জ থানা এলাকাকে অপরাধমুক্ত রাখতে আমরা সর্বদা প্রস্তুত। অপরাধীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা রক্ষায় এই ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।এই সফল অভিযানের জন্য স্থানীয় জনগণ ঈশ্বরগঞ্জ থানা পুলিশের সাহসী পদক্ষেপের প্রশংসা করেছে এবং অপরাধ দমনে পুলিশ প্রশাসনের আরও কঠোর ভূমিকা প্রত্যাশা করছে।