মোঃ আসাদুল ইসলাম মিন্টু/ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মোক্ষপুর ইউনিয়নের একমাত্র নারী শিক্ষা প্রতিষ্ঠান মোক্ষপুর বালিকা উচ্চ বিদ্যালয় চরম সংকটে পড়েছে। চলতি বছর ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় এ বিদ্যালয় থেকে মানবিক বিভাগে পরীক্ষায় অংশ নেওয়া সাত শিক্ষার্থীর কেউই পাস করতে পারেনি।১৯৭১ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি এক সময় এলাকার নারী শিক্ষায় অগ্রগামী ছিল। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে এটি হয়ে পড়েছে চরম অব্যবস্থাপনার প্রতীক। শিক্ষার্থী সংকট, শিক্ষার্থীদের নিয়মিত অনুপস্থিতি, শিক্ষকদের অদক্ষতা ও তদারকির অভাবে স্কুলটি আজ ধ্বংসপ্রায়।স্থানীয়রা অভিযোগ করছেন, কাগজ-কলমে বিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা সন্তোষজনক দেখানো হলেও বাস্তবে অনেক কম। নিয়মিত ক্লাস না হওয়া, শিক্ষকদের সময়মতো উপস্থিত না থাকা এবং প্রশাসনিক তৎপরতার অভাবে শিক্ষার মান দিন দিন নিম্নমুখী হয়ে পড়েছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস. এম. খাইরুল বাশার বলেন, “বিভিন্ন সামাজিক ও পারিবারিক কারণে ছাত্রীদের উপস্থিতি খুবই কম। আমরা চেষ্টা করেও তাদের ধরে রাখতে পারছি না। তাছাড়া শিক্ষকের সংখ্যাও পর্যাপ্ত নয়। ফলাফল শূন্য হওয়ায় আমরা বিব্রত এবং এরকম কি কারণে হলো বুঝতে পারছি না।”ত্রিশাল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম বলেন, “মোক্ষপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ফলাফল নিয়ে আমরা উদ্বিগ্ন। বিদ্যালয়ের সার্বিক অবস্থা পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সরকারি স্বীদ্ধান্ত অনুযায়ী সংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় আনা হবে।”স্থানীয় অভিভাবকদের অনেকেই মনে করেন, স্কুলটি টিকিয়ে রাখতে হলে অবিলম্বে শিক্ষক বদলি, নিয়োগে স্বচ্ছতা, নিয়মিত তদারকি ও শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।একটি সময় নারী শিক্ষায় আলো ছড়ানো বিদ্যালয়টি এখন বেহাল দশায়। দ্রুত ব্যবস্থা না নিলে অচিরেই এটি শিক্ষার মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন সচেতন মহল।