মোঃ আসাদুল ইসলাম মিন্টু/ময়মনসিংহের ত্রিশালে আগামী জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা সফলভাবে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১৩ জুলাই) ত্রিশাল উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকিউল বারী।এ সময় আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শহীদ উল্লাহ, ওসি তদন্ত মোবারক হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মুশফিকুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামান মৃধা, শহীদ ইনতিশারের পিতা আ হ ম এনামুল হক লিটনসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও বিভিন্ন পেশার প্রতিনিধিগণ।