মোঃ আসাদুল ইসলাম মিন্টু/ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সাখুয়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঘোষিত রাষ্ট্রকাঠামো পুনর্গঠনের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।১৫ জুলাই (মঙ্গলবার) বিকেলে সাখুয়া ইউনিয়নের আখরাইল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।সভায় সাখুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ শাহ মোহাম্মদ গোলাম ইয়াহিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান,ত্রিশাল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সম্মানিত সদস্য আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন।সভায় বক্তারা বলেন, দেশের জনগণ আজ গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত। রাষ্ট্রব্যবস্থা ধ্বংসপ্রাপ্ত ও অবিচারের শিকার। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখা এ জাতিকে নতুন আলোর পথ দেখাবে। তারা বলেন, এই কর্মসূচিকে তৃণমূল পর্যন্ত পৌঁছে দিতে হবে এবং জনগণের মাঝে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে সম্পৃক্ত করতে হবে।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ত্রিশাল উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ত্রিশাল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহিদ আমিন, উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক গোলাম ফারুক স্বপন।আরও বক্তব্য রাখেন সাখুয়া ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হাসিম আজাদসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল, মহিলাদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।সভাশেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সভার মধ্যদিয়ে তৃণমূলে আন্দোলনের বার্তা পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।