1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ঈশ্বরগঞ্জে বিএনপির মনোনয়ন পেলেন লুৎফুল্লাহেল মাজেদ বাবু এলাকায় আনন্দের জোয়ার রূপসায় বিএনপি নেতা পারভেজ মল্লিকের কর্মীদের ওপর হামলা,আহত ৫ নিলুফা ইয়াছমিনের যোগদানে বদলে গেছে থুকড়া ভূমি অফিসের চিত্র,গাত্রদাহ শুরু হয়ছে দালাল চক্রের নিলুফা ইয়াছমিনের যোগদানে বদলে গেছে থুকড়া ভূমি অফিসের চিত্র,যেনো ভাড়াভাতের প্লেটে ছাই পড়েছে দালাল চক্রের  যশোরে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের মানববন্ধন মাগুরা শালিখায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ রূপসায় বিএনপি মহিলাদলের উদ্যোগে নির্বাচনী জনসভায় অনুষ্ঠিত কেশবপুরে বিশ্ব শিশু অধিকার সপ্তাহ-২০২৫ এর সমাপনী অনুষ্ঠান ডুমুরিয়ায় ওয়ার্ড জামায়েতর সভাপতির নির্দেশে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ ডুমুরিয়া উপজেলা যুব সমাবেশ সফল করার লক্ষ্যে মাগুরাঘোনা যুবদলের প্রস্তুতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আমার সন্তান দেশের জন্য জীবন দিল, তবু স্বীকৃতি মেলেনি,শহীদ মাহিনের বাবা

  • প্রকাশিত: রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৫৬ বার পড়া হয়েছে

গোলাম কিবরিয়া (পলাশ) ২০২৪ সালের ৪ঠা আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন রাজধানীর দিয়াবাড়ি মডেল হাইস্কুলের ছাত্র আব্দুল্লাহ আল মাহিন (১৬)। এক বছর পেরিয়ে গেলেও স্বীকৃতি মেলেনি বলে ক্ষোভ প্রকাশ করেছেন তার বাবা জামিল হোসেন।তিনি বলেন, “আমার ঘরে এখন আর আলো নেই। সন্তান বিজয়টা দেখে যেতে পারলো না। দেশের জন্য জীবন দিলো, তবু এখনো আন্দোলনের শহীদদের স্বীকৃতি নেই। যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল, সেই বৈষম্যই এখনো রয়ে গেছে।জামিল হোসেন জানান, মাহিন গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে প্রথমে উত্তরা আধুনিক হাসপাতালে যান। পরে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ৯টার দিকে মারা যায় মাহিন। বাম চোখ ও মাথার পেছনে দুটি গুলি লেগেছিল তার।তিনি বলেন, “মাহিন কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে চেয়েছিল। দিয়াবাড়ি মডেল হাইস্কুল থেকে এসএসসি পাস করে ভর্তি হয়েছিল ন্যাশনাল ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে (এনআইইটি)। ও ছিল আমাদের একমাত্র সন্তান। সন্তান হারিয়ে আমরা এখনো স্বাভাবিক হতে পারিনি। কবরের কাছে প্রতিদিন যাই। বিদেশ যাওয়ার ইচ্ছা আর নেই, এখন বাড়ির সামনে একটা মুদি দোকান দিয়েছি।তিনি অভিযোগ করে বলেন, “আমাদের সন্তানরা জীবন দিয়েছিল ন্যায্য অধিকার আর কোটা সংস্কারের জন্য। কিন্তু সরকার আবার ২৪-এর কোটা বহাল রেখেছে। তাহলে কেন আমাদের সন্তানেরা জীবন দিলো? মৃত্যুর এক বছর পেরিয়ে গেলেও স্বীকৃতি পেল না।জামিল হোসেন আরও বলেন, “ময়মনসিংহ জেলা থেকে মোট ৩৯ জন শহীদ হয়েছেন। কিন্তু তাদের মধ্যে মাত্র একজনের নামেই ব্যাপকভাবে কার্যক্রম চালানো হচ্ছে ময়মনসিংহ জেলার সমন্বয়কসহ বিভিন্ন প্রশাসনের কর্মকর্তাদের পক্ষ থেকে। যার জন্য আমাদের ছেলেরা প্রাণ দিয়েছিল সেই বৈষম্যই এখনো রয়ে গেছে।তিনি জানান, মাহিনের মামলার বাদী তিনি নিজেই; গত বছরের ২৮শে আগস্ট উত্তরা পশ্চিম থানায় মামলা করেছেন। শেষে তিনি কষ্টের সুরে বলেন, “আমরা আমাদের সন্তানের জীবনের বিনিময়ে দেশের পরিবর্তন দেখতে চাই। তাদের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট