চয়ন চৌধুরী/নেত্রকোনার মোহনগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের অতর্কিত হামলায় এক নারীসহ ৩ জন আহত হয়েছে।আহতদেরকে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত ওহিদ মিয়াকে (৪৫) ভর্তী করেন এবং কোকিলা আক্তার (৩৫) ও আজিম উদ্দিন (১৮) নামে অপর আহত ২জনকে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন।রবিবার সকাল নয়টার দিকে পৌরসভার কাজিয়াটি গ্রামের মাজু মিয়ার নেতৃত্বে তার লোকজন এ হামলার ঘটনাটি ঘটায়। হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মোহনগঞ্জ পৌরশহরের কাজিটয়াহাটি গ্রামের ওহিদ মিয়ার সাথে একই গ্রামের প্রতিপক্ষের মাজু মিয়ার দীর্ঘ দিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এ অবস্থায় রবিবার সকাল নয়টার দিকে ওহিদ মিয়ার রেকর্ডিয় ও দখলকৃত জায়গায় জোরপূর্বক মাজু মিয়া তার লোকজন নিয়ে একটি টয়লেট নির্মাণের কাজ শুরু করেন। এসময় বিষয়টি দেখতে পেয়ে ওই জায়গার মালিক ওহিদ মিয়া, কোকিলা আক্তার ও আজিম উদ্দিন তারা ঘটনাস্থলে গিয়ে তাদেরকর বাধা দেন। এনিয়ে দুই পক্ষের লোকজনের মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায়ে মাজু মিয়া তার লোকজন নিয়ে ওহিদ মিয়াদের উপর অতর্কিত হামলা চালায়। হামলায় ধারালো অস্ত্রের আঘাতের ওহিদ মিয়া ও কোকিলা আক্তারসহ ৩ জন আহত হন। পরে গ্রামের লোকজন ঘটনাস্থলে গিয়ে সেখান থেকে আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তী করেনএ বিষয়ে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, এধরনের একটি খবর আমি মোবাইল ফোন শুনেছি। তবে এ ঘটনায় এখনো থানায় কেউ অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।