পরেশ দেবনাথ/কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও অর্থনীতি বিভাগের প্রধান আজিজুর রহমান আর নেই। বৃহস্পতিবার (২৪ জুলাই-২৫) সকালে কেশবপুর সরকারি হাসপাতাল সড়কের পার্শে নিজের বাসভবনে ইন্তেকাল করেছেন ইন্না-লিল্লাহ ---- রজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি দুই পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।তার মৃত্যুতে গভীর শোক শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ, উপজেলা জামায়াতে ইসলামের আমির অধ্যাপক মুক্তার আলী, পৌর জামায়াতে ইসলামীর আমীর প্রভাষক জাকির হোসেনসহ কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের কর্মরত ও অবসরপ্রাপ্ত অধ্যাপকবৃন্দ।
আছরের নামায বাদ হাসপাতাল মসজিদ প্রাঙ্গণে জানাজা নামাজ শেষে শহরের জমিরিয়া মাদ্রাসা সংলগ্ন পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।