আদ্বুর রশিদ /সাতক্ষীরার দেবহাটায় দূরপাল্লার যাত্রীবাহি বাস হামদান এক্সপ্রেস ও বিআরটিসি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। আজ শনিবার (২৬ জুলাই) সকালে উপজেলার চাঁদপুর মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা টি ঘটে। এতে অন্তত ১৫ থেকে ২০ জন আহত হয়েছেন।স্থানীয় লোকজন জানান, হামদান এক্সপ্রেস পরিবহন বাসটি কালিগঞ্জের দিকে যাচ্ছিল ও বিপরীত দিক থেকে বিআরটিসি পরিবহনটি যাত্রী নিয়ে সাতক্ষীরার দিকে আসছিলো। পথিমধ্যে চাঁদপুর মাদ্রাসা মোড়ের আগে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের একদল কর্মীরা এসে আহতদের উদ্ধার করে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।দেবহাটা থানার ওসি গোলাম কিবরিয়া জানান, দুই চালক নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তেমন গুরুতর আহতের খবর নেই। তবে কমবেশী কয়েকজন আহত হয়েছে। তারা চিকিৎসাধীন রয়েছে বিভিন্ন যায়গায়।