1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে যুবদল নেতা উজ্জ্বলের জানাজায় ভাই হত্যার বিচার চাইলেন কাউন্সিলর বাবু সাংবাদিক মোস্তফা কামালের পিতার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া আশাশুনিতে ৭ ডিসেম্বর আশাশুনি মুক্ত দিবস পালিত ধর্মপাশায় অবৈধভাবে মাটি কাটার দায়ে একজনের ৫০ হাজার টাকা অর্থদণ্ড ধর্মপাশায় অবৈধভাবে মাটি কাটার দায়ে একজনের ৫০ হাজার টাকা অর্থদণ্ড কেশবপুরে জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ কেশবপুরে জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ আশাশুনির বড়দলে রবিউল বাশারের গণসংযোগ, মহিলা সমাবেশ, সনাতন ধর্মাবলম্বী ও ভাটা শ্রমিকদের সাথে মতবিনিময় ধর্মপাশার সাবেক উপজেলা নারী ভাইস চেয়ারম্যান শিল্পী আর নেই কেশবপুরে অস্ত্র-গুলি,গাঁজা ইয়াবাসহ ৪জন গ্রেফতার

ত্রিশালে স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ৭৯ বার পড়া হয়েছে

মোঃ আসাদুল ইসলাম মিন্টু/ময়মনসিংহের ত্রিশালে হরিরামপুর ইউনিয়নের রায়েরগ্রামে ২৬ শে জুলাই শনিবার ‎বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল হরিরামপুর ইউনিয়ন শাখার উদ্যোগ রায়েরগ্রাম চৌরাস্তা মোড়ে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করা হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ১৫২ ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে ধানের শীষের কান্ডারী, পরিচ্ছন্ন রাজনীতিবিদ শহিদুল আমিন খসরু।
‎প্রধান অতিথির বক্তব্যে শহিদুল খসরু বলেন,প্রকৃতির ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। বিএনপির প্রতিটি স্তরে এ ধরনের উদ্যোগ আরও ব্যাপকভাবে ছড়িয়ে দিতে হবে।তিনি আরও বলেন, ‘পরিবেশ রক্ষা আজ সময়ের দাবি। বিএনপি দেশ ও মানুষের কল্যাণে যে ধারাবাহিক রাজনীতি করে আসছে, এই বৃক্ষরোপণ কর্মসূচি তারই একটি প্রমাণ। সবুজ প্রকৃতি, নির্মল বাতাস এবং জনস্বাস্থ্য রক্ষায় এই কর্মসূচি যুগান্তকারী ভূমিকা রাখবে।শুধু একটি রাজনৈতিক দল হিসেবে নয়, বিএনপি একটি দায়িত্বশীল জাতীয় শক্তি হিসেবে দেশের প্রতিটি প্রান্তে পরিবেশ ও মানবিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। শহর থেকে গ্রাম সবখানেই দলীয়ভাবে এই কর্মসূচি ছড়িয়ে দেওয়া হবে।’
‎এসময় উপস্থিত বক্তারা বলেন, বিএনপির প্রতিটি ইউনিট শুধু রাজনীতির ময়দানে নয়, সমাজিক দায়িত্ববোধের জায়গায়ও সচেতন ও অগ্রণী ভূমিকা রাখছে।‎এই কর্মসূচিকে ঘিরে স্থানীয় এলাকাজুড়ে উদ্দীপনা ও সাড়া লক্ষ্য করা গেছে। বিএনপির নেতাকর্মীরা বলেন, ‘এই উদ্যোগ কেবল বৃক্ষরোপণ নয়, এটি প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ার পথে বিএনপির অঙ্গীকারের প্রতিচ্ছবি।বৃক্ষরোপণ শেষে অতিথিবৃন্দ ও নেতাকর্মীরা দলীয় স্লোগান ও উদ্দীপনামূলক পরিবেশনার মাধ্যমে পরিবেশ সংরক্ষণে দলের ভূমিকা তুলে ধরেন।এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মোশারফ হোসেন, যুগ্ম আহ্বায়ক সুজন মাহমুদ,উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাব্বির আহমেদ রনি, ত্রিশাল উপজেলা তাঁতীদলের সাবেক আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন সরকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার আজিজুল হক আজিজ।অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাবুল হোসেন, আনিছুর রহমান, শহিদুল ইসলাম, ও সাজিদুর রহমানসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট