আল-হুদা মালী / শ্যামনগরে চায়ের দোকানের আড়ালে বিদেশি মদের কারবার চলছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই বোতল বিদেশি মদসহ এক যুবককে আটক করেছে পুলিশ।শ্যামনগর পৌরসভার নকিপুর কাঁচাবাজারের সামনে একটি চায়ের দোকানে এই অভিযান চালানো হয়। আটক ব্যক্তির নাম বিশ্বজিৎ মন্ডল (২২), তিনি পৌরসভার চন্ডীপুর গ্রামের অবিনাশ মন্ডলের ছেলে।পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে দোকানের আড়ালে মাদক কেনাবেচা করছিলেন তিনি। অভিযানকালে তার দোকানে তল্লাশি চালিয়ে পুলিশ দুই বোতল বিদেশি মদ উদ্ধার করে।শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবির মোল্যা বিষয়টি নিশ্চিত করেছেন।