মোঃ এনামুল হক বিপ্লব/কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের শ্যামপুর এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নারী, তৃতীয় পক্ষ সহ পুরুষ ও শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় বেশ কয়েকজনকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।রবিবার (২৭ জুলাই) দুপুর ১২টার দিকে উলিপুর উপজেলা দুর্গাপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে গোড়াই শ্যামপুর এলাকায় এ ঘটনা ঘটে।রাশিদা বেগম বলেন, “দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে সাদ্দাম ও শাহজালালের জমি নিয়ে বিরোধ চলছিল। আজ হঠাৎ বহিরাগত সন্ত্রাসী এনে আমাদের জমি দখলের চেষ্টা করে। এরই মধ্যে তাদের হয়তো কেউ ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে আসে। তবে পুলিশ চলে যাওয়ার কয়েক মিনিটের মধ্যেই দেশীয় অস্ত্র নিয়ে তারা আমাদের ওপর হামলা চালায়।স্থানীয় বিএনপি নেতা ও শাহাজান ও তার পরিবারের লোকজনদেরকে নিয়ে পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে হামলায় নামে। কিন্তু আমাদের সঙ্গে তাদের কোন শত্রুতা নেই তারা কেন বারবার আমাদের ক্ষতি সাধন করার চেষ্টা করে জানিনা। তবে আমারা এতটুকু জেনেছি আমার বিপক্ষ গুরুপ যাদের সঙ্গে আমাদের জমি নিয়ে বিরোধ তাদের দুর্বলতার সুযোগ নিয়ে তাদের কিছু জমি আছে তারা অল্প কিছু দামে নিতে পারে এজন্য তাদের হয়ে কাজ করতেছে।ভুক্তভোগীরা অভিযোগ করেন, স্থানীয় নুর হোসেন (৬০), আসাদুল (৩০), কুদ্দুস (৫০), ফারুক (৩৬), আব্দুল হামিদ (৬০)সহ আরও কয়েকজন।খোঁজ নিয়ে জানা গেছে, হামলাকারীরা স্থানীয়ভাবে রাজনৈতিকভাবে প্রভাবশালী একটি মহলের ঘনিষ্ঠ। তারা দীর্ঘদিন ধরে ক্ষমতাসীন দলের নাম ভাঙিয়ে এলাকায় দাপট দেখিয়ে আসছে। স্থানীয়দের অভিযোগ, এসব হামলাকারীরা তথাকথিত 'ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর' হিসেবে পরিচিত।এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর রহমান বলেন, “ঘটনার বিষয়ে অবগত আছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয়রা হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।