মোঃ এনামুল হক বিপ্লব/কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে প্রতারণার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার (২৮ জুলাই) বিকেলে উপজেলার পাথরডুবি ইউনিয়নের ফুলকুমার গ্রামের নারিকেলতলা এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন—রংপুর সেন্ট্রাল রোডের আব্দুস সাত্তারের ছেলে মুশফিক (৩৫) এবং স্থানীয় ফুলকুমার গ্রামের আলিম উদ্দিন সরকারের ছেলে খলিলুর রহমান (৫৫)।পুলিশ জানায়, এই প্রতারক চক্রটি দীর্ঘদিন ধরে চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস ও জমি-জমা সংক্রান্ত মামলা নিষ্পত্তির প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছিল। সোমবার তারা একই কৌশলে জনৈক সাইফুর রহমানের স্ত্রী মিনারা খাতুনের কাছে ২ লাখ টাকা দাবি করে এবং একটি ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেয়ার চেষ্টা করে।তাদের আচরণে সন্দেহ হলে মিনারা তার স্বামী ও প্রতিবেশীদের বিষয়টি জানান। পরিস্থিতি বেগতিক দেখে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা ফুলকুমার নদের পাড় থেকে দুজনকে ধরে পুলিশে সোপর্দ করে।এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ জানান, "স্থানীয়দের সহায়তায় তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।উল্লেখ্য, আটক মুশফিক এর আগেও রংপুরে পুলিশের পোশাক পরে এসআই পরিচয়ে প্রতারণার সময় র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছিলেন।