গোলাম কিবরিয়া পলাশ/ত্রিশালে “সোনার পুতুল” বলে পিতলের পুতুল দিয়ে এক বিধবা নারী হারেছা বেগমের কাছ থেকে প্রায় ৪০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে NPS গণমাধ্যম ও মানবাধিকার সংস্থার ত্রিশাল উপজেলা শাখার বর্তমান কমিটির সহ-সম্পাদক ফয়জুল রহমান ও তার সহযোগীদের বিরুদ্ধে।ভুক্তভোগী জানান, ব্যবসা ও সোনা উত্তোলনের কথা বলে তার কাছ থেকে টাকা নেওয়া হয়। পরে পুতুলটি সোনার নয়, পিতলের বলে ধরা পড়ে। প্রতিবাদ করায় হুমকিও দেওয়া হয়।এ নিয়ে থানায় অভিযোগ দায়ের হয়েছে এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এলাকাবাসী প্রতারক চক্রের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে।