1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
কেশবপুরে যুবদল নেতা উজ্জ্বলের জানাজায় ভাই হত্যার বিচার চাইলেন কাউন্সিলর বাবু সাংবাদিক মোস্তফা কামালের পিতার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া আশাশুনিতে ৭ ডিসেম্বর আশাশুনি মুক্ত দিবস পালিত ধর্মপাশায় অবৈধভাবে মাটি কাটার দায়ে একজনের ৫০ হাজার টাকা অর্থদণ্ড ধর্মপাশায় অবৈধভাবে মাটি কাটার দায়ে একজনের ৫০ হাজার টাকা অর্থদণ্ড কেশবপুরে জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ কেশবপুরে জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ আশাশুনির বড়দলে রবিউল বাশারের গণসংযোগ, মহিলা সমাবেশ, সনাতন ধর্মাবলম্বী ও ভাটা শ্রমিকদের সাথে মতবিনিময় ধর্মপাশার সাবেক উপজেলা নারী ভাইস চেয়ারম্যান শিল্পী আর নেই কেশবপুরে অস্ত্র-গুলি,গাঁজা ইয়াবাসহ ৪জন গ্রেফতার

সাতক্ষীরার মাহমুদপুরে পোলট্রি খামারে হামলা, মুরগি লুট ও ভাঙচুরের অভিযোগ

  • প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে

আব্দুর রশিদ/ সাতক্ষীরা সদর উপজেলার মাহমুদপুর গোয়ালপাড়া গ্রামে পূর্ব বিরোধের জেরে একটি পোলট্রি খামারে হামলা, মুরগি লুট, ভাঙচুর এবং হত্যার হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় খামারের মালিক ইয়াকুব আলী (৩৪) সাতক্ষীরা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে বলা হয়েছে, গত ৫ আগস্ট গভীর রাতে মাহমুদপুর গ্রামের মো. সাইফুল্লাহ, হাবিবুর রহমান, ইনামুল হক, তুহিন, শাহাদাত হোসেনসহ ১৫–২০ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দলবদ্ধভাবে তার খামারে হামলা চালান। তারা খামারের প্রায় ১৫০টি মুরগি লুট করেন, যার বাজারমূল্য প্রায় ৪০ হাজার টাকা। ভাঙচুর চালিয়ে আরও প্রায় এক লাখ টাকার ক্ষতি করে বলেও অভিযোগে দাবি করা হয়েছে।ভুক্তভোগী ইয়াকুব আলী জানান, জমি নিয়ে পূর্বে একটি মামলা হলে আদালত তার পক্ষে রায় দেন। এরপর থেকেই প্রতিপক্ষরা জমি দখলের চেষ্টা চালিয়ে আসছিল। ঘটনার রাতে অভিযুক্তরা খামারে হামলা চালিয়ে বসতবাড়ির সামনেও ভাঙচুর করে। তিনি বাধা দিতে গেলে তাকে এবং তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া হয়। ঘটনার সময় ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়, তবে অভিযুক্তরা পালিয়ে যায়।প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম বলেন, ‘রাত দুইটার দিকে বাইরে ভাঙচুরের শব্দ পেয়ে বাইরে এসে দেখি ১৫-২০ জন মুখে কাপড় বেঁধে খামারে তাণ্ডব চালাচ্ছে।আরেক বাসিন্দা সাব্বির হোসেন বলেন, ‘সাইফুল্লাহ ও হাবিবুর রহমান দেশীয় অস্ত্র নিয়ে খামারে হামলা চালান। ইয়াকুব আলীর চিৎকারে লোকজন ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।অভিযোগ থেকে জানা যায়, জমি দখলের চেষ্টা নিয়ে উত্তেজনার সূত্রপাত হয়। এ নিয়ে ২৫ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে ইয়াকুব আলী আদালতে ১৪৫ ধারায় একটি অভিযোগ করেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ১০ ডিসেম্বর ২০২৪ তারিখে উভয় পক্ষকে শান্তিপূর্ণভাবে দখল বজায় রাখার নির্দেশ দেন এবং স্থানীয় থানাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট