1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ঈশ্বরগঞ্জে বিএনপির মনোনয়ন পেলেন লুৎফুল্লাহেল মাজেদ বাবু এলাকায় আনন্দের জোয়ার রূপসায় বিএনপি নেতা পারভেজ মল্লিকের কর্মীদের ওপর হামলা,আহত ৫ নিলুফা ইয়াছমিনের যোগদানে বদলে গেছে থুকড়া ভূমি অফিসের চিত্র,গাত্রদাহ শুরু হয়ছে দালাল চক্রের নিলুফা ইয়াছমিনের যোগদানে বদলে গেছে থুকড়া ভূমি অফিসের চিত্র,যেনো ভাড়াভাতের প্লেটে ছাই পড়েছে দালাল চক্রের  যশোরে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের মানববন্ধন মাগুরা শালিখায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ রূপসায় বিএনপি মহিলাদলের উদ্যোগে নির্বাচনী জনসভায় অনুষ্ঠিত কেশবপুরে বিশ্ব শিশু অধিকার সপ্তাহ-২০২৫ এর সমাপনী অনুষ্ঠান ডুমুরিয়ায় ওয়ার্ড জামায়েতর সভাপতির নির্দেশে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ ডুমুরিয়া উপজেলা যুব সমাবেশ সফল করার লক্ষ্যে মাগুরাঘোনা যুবদলের প্রস্তুতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কোরিয়ান ইপিজেডে চাকরির আশ্বাস দিয়ে তরুণী ধর্ষণ দুই আসামি গ্রেফতার

  • প্রকাশিত: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে

আবুল কাশেম চট্টগ্রাম প্রতিনিধি/চট্টগ্রামে আনোয়ারায় কোরিয়ান ইপিজেডে চাকরির আশ্বাস দিয়ে এনে    একটি নির্জন ঝুপড়ি ঘরে এক তরুণীকে প্রথমে ধর্ষণ করে এক যুবক, পরদিন ভোরে একই স্থানে আরও চারজন মিলে গণধর্ষণ। এমন এক অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় দুই আসামিকে আটক করেছে  আনোয়ারা থানা পুলিশ।আটককৃত ব্যক্তিরা হলেন, উপজেলার রায়পুর ইউনিয়নের উত্তর পারুয়াপাড়া এলাকার বৈদ্যের বাড়ির মৃত হাফেজ আব্দুল খালেকের পুত্র এনামুল হক ওরফে রিপন (২৭) এবং বারশত ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের নজীর আহমেদের পুত্র মোঃ সাইফুদ্দিন (৩৪)।পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, সম্প্রতি চাকরির সন্ধানে দেশের দক্ষিণাঞ্চলের এক তরুণী চট্টগ্রামে তার আত্মীয়ের বাসায় আসেন। কর্ণফুলী ইপিজেডের একটি গার্মেন্টসে চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে এনামুল হক গেল সোমবার (৪ আগস্ট) সকালে নিয়ে যান। সারা দিন বিভিন্ন কারখানায় ঘোরানোর পর সন্ধ্যার দিকে ওই যুবক তরুণীকে আনোয়ারা থানাধীন বোয়ালিয়া এলাকার একটি নির্জন খামারের পাশে পলিথিনে মোড়া একটি ঝুপড়ি ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। পরে তাকে নিজ বাড়িতে নিয়ে গেলে পারিবারিক উত্তেজনার সৃষ্টি হয়। রাতে পাশের একটি বাড়িতে থাকার ব্যবস্থা করা হয় তার জন্য।পরদিন, ৫ আগস্ট ভোরে ওই যুবক তাকে শহরে ফিরিয়ে নেওয়ার কথা বলে আবারও একই পথ দিয়ে ফেরার সময় আগে থেকে ওঁত পেতে থাকা আরও চারজন, যাদের মধ্যে একজন চিহ্নিত ও বাকি তিনজন অজ্ঞাত, তরুণীকে জোর করে আবারও ওই ঝুপড়ি ঘরে নিয়ে যায় এবং সংঘবদ্ধভাবে ধর্ষণ করে।তরুণীর চিৎকারে এবং ওই যুবকের ৯৯৯-এ ফোন করার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং তাকে উদ্ধার করে। এ সময় স্থানীয় লোকজনের সহায়তায় এনামুল হককে আটক করা হয়। বাকি আসামিরা পালিয়ে যায়।আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে জানান, ‘আমরা ৯৯৯-এ নাম্বারে ফোন পেয়ে অভিযান চালিয়ে দুইজনকে আটক করি। পরবর্তীতে থানায় মামলা দায়ের করে গ্রেফতারকৃত আসামীদের জেলহাজতে প্রেরণ করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট