
চয়ন চৌধুরী/সুনামগঞ্জের জামালগঞ্জে নেত্রকোনার মোহনগঞ্জের সাবেক দুই ছাত্রনেতা ও উপজেলা বিএনপির নব-নির্বাচিত সভাপতি সেলিম কার্নায়েণ ও পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম খান ওরফে ভিপি জাহাঙ্গীরকে সংবর্ধনা দেওয়া হয়েছে।শুক্রবার দুপুরে জামালগঞ্জ উপজেলা সদরের মান্নানঘাটের সংবাদপুর বাজারে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ৯০ দশকের সাবেক ছাত্রনেতাদের উদ্যোগে মোহনগঞ্জের ওই দুই সাবেক ছাত্রনেতাকে এ সংবর্ধনা দেওয়া হয়।সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মোহনগঞ্জ ডিগ্রী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও বর্তমান মোহনগঞ্জ পৌর বিএনপির নব-নির্বাচিত সভাপতি জাহাঙ্গীর আলম খান ওরফে ভিপি জাহাঙ্গীর।
১৯৯০ সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনের গুলিবিদ্ধ সাবেক ছাত্রনেতা আলমগীর কবিরের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপি নেতা বাচ্চু প্রধানের সঞ্চালনায় এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, ৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের সাবেক ছাত্রনেতা আব্দুর রহমান, ইউনিয়ন বিএনপি নেতা হেলাল চৌধুরী, জামালগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক জামির হোসেন, বিএনপি নেতা বশির আহমেদ, অলেক মিয়া, কাজী কামরুল হাসান, ধর্মপাশা উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহালম চৌধুরী, বিএনপি নেতা ও ইউপি সদস্য কবির হোসেন প্রমূখ।
একইদিন বিকেল ৩টায় সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার গোলকপুর বাজারেও সাবেক ছাত্রনেতা ও স্থানীয় ইউনিয়ন বিএনপির যৌথ উদ্যোগে মোহনগঞ্জের ওই দুই বিএনপি নেতাকে পৃথকভাবে সংবর্ধনা দেওয়া হয়েছে বলেও জানান আলমগীর কবির।এদিকে এ সংবর্ধনা অনুষ্ঠানে মোহনগঞ্জ ডিগ্রী কলেজের সাবেক ভিপি ও মোহনগঞ্জ উপজেলা বিএনপির নব-নির্বাচিত সভাপতি সেলিম কার্নায়েণ অনুপস্থিত থাকায় তাঁর পক্ষেও সংবর্ধনার ক্রেস্ট গ্রহণ করেন, ভিপি জাহাঙ্গীর।