1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ঈশ্বরগঞ্জে বিএনপির মনোনয়ন পেলেন লুৎফুল্লাহেল মাজেদ বাবু এলাকায় আনন্দের জোয়ার রূপসায় বিএনপি নেতা পারভেজ মল্লিকের কর্মীদের ওপর হামলা,আহত ৫ নিলুফা ইয়াছমিনের যোগদানে বদলে গেছে থুকড়া ভূমি অফিসের চিত্র,গাত্রদাহ শুরু হয়ছে দালাল চক্রের নিলুফা ইয়াছমিনের যোগদানে বদলে গেছে থুকড়া ভূমি অফিসের চিত্র,যেনো ভাড়াভাতের প্লেটে ছাই পড়েছে দালাল চক্রের  যশোরে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের মানববন্ধন মাগুরা শালিখায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ রূপসায় বিএনপি মহিলাদলের উদ্যোগে নির্বাচনী জনসভায় অনুষ্ঠিত কেশবপুরে বিশ্ব শিশু অধিকার সপ্তাহ-২০২৫ এর সমাপনী অনুষ্ঠান ডুমুরিয়ায় ওয়ার্ড জামায়েতর সভাপতির নির্দেশে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ ডুমুরিয়া উপজেলা যুব সমাবেশ সফল করার লক্ষ্যে মাগুরাঘোনা যুবদলের প্রস্তুতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ধর্মপাশায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন বিএনপি নেতা মোতালিব খান

  • প্রকাশিত: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ৯৭ বার পড়া হয়েছে

চয়ন চৌধুরী/সুনামগঞ্জ-আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সদস্য ও ধর্মপাশা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মোতালিব খান সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।শুক্রবার দুপুর ১২টায় উপজেলা সদরের উকিলপাড়া এলাকায় নিজ বাসভবনে স্থান স্থানীয় সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভার আয়োজন করেন তিনি।আগামী ১০ আগষ্ট উপজেলা সদরের গরুহাট্টার মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা বিএনপির ডাকা সমাবেশকে সফল করতে এই স্থানীয় সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভার আয়োজন করেন তিনি।মতবিনিময় সভায় বিএনপি নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালিব খান নিজের অতীত রাজনৈতিক কর্মকান্ডের বিবরণ তুলে ধরে বলেন, ১৯৭৯ সালে কিশোরগঞ্জের গুরুদয়াল কলেজ ছাত্রদলের সদস্য ছিলাম। এরপর ঢাকার রমনা থানার ৩৫ নং ওয়ার্ড যুবদলের যুগ্ম সম্পাদক, ১৯৮৯ সালে বিএনপির সাবেক মহাসচিব ব্যারিষ্টার সালাম তালুকদারের নির্দেশে উপজেলা নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করি, ১৯৯০ সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনেও সক্রিয়ভাবে অংশ গ্রহণ করি, ১৯৯২ সালে আমাকে উপজেলা বিএনপির আহবায়ক হিসেবে নির্বাচিত করা হয়। পরবর্তীতে ১৯৯৫ সাল হইতে ২০০৯ সাল পর্যন্ত পরপর তিনবার টানা ১৬ বছর আমি উপজেলা বিএনপির নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করি এবং সাংগঠনিকভাবে উপজেলা বিএনপিকে শক্তিশালী করি। এ ছাড়াও ২০০১ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে আমি চীপ এজেন্টের দ্বায়িত্ব পালণ করতে গিয়ে নির্বাচনের আগের রাতে আওয়ামী সন্ত্রাসীরা আমার উপর অতর্কিত হামলা চালিয়ে আমাকে গুরুতর জখম করে। এছাড়াও আওয়ামী লীগের অসংখ্য মিথ্যা ও গায়েবি মামলায় জেল খাটতে হয়েছে আমাকে। একতবুও আমি দলের হাল ছাড়িনি।তিনি আরো বলেন, আমি হাওর এলাকার সন্তান হিসেবে হাওরের কাঁদা মাটি থেকে বেড়ে ওঠা শহীদ জিয়ার আদর্শের একজন সৈনিক হিসেবে এলাকার সাধারন মানুষের পাশে থেকে তাদের ভাগ্যউন্নয়নে কাজ করে আসছি। তবে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে দল থেকে আমাকে মনোনয়ন দেয়, তবে আমি নিশ্চিত বিজয়ী হয়ে এ আসনটি বিএনপিকে উপহার দিতে পারবো বলে আমার বিশ্বাস। মতবিনিময় সভায় উপজেলা বিএনপির আহবায়ক মো. লিয়াকত আলী, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আনফর আলী, সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল মন্নাফ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক উজ্জ্বল মেম্বার ও বিএনপি নেতা আব্দুল মোতালিব খানের একমাত্র পুত্র ও ঢাকা কলেজের সাবেক ছাবেক ছাত্রদল নেতা তানভীর আহম্মেদ খান আরাফাত উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট