আজিজুল ইসলাম(স্টাফ রিপোর্টার)দৈনিক ইবি নিউজের পত্রিকার ৩য় বর্ষপুর্তি ও ৪র্থ বর্ষে পদার্পন উপলক্ষে আজ ৮ আগষ্ট শুক্রবার সকাল ১০ টায় খুলনায় পিকসার প্যালেজ মোড়ে র্যালী শেষে, হোটেল গোল্ডের কিং এর ৫ম তলায় আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় খুলনা জেলা বিএনপির যুগ্ন আহবায়ক জুলফিকার আলী জুলু ফিতা কেটে অনুষ্ঠানের উদ্ধোধন ঘোষনা করেন। পবিত্র কোরআন তেলোয়াত, জাতীয় সংঙ্গীত, ও সকল নিহত সাংবাদিকদের আত্মার মাগফেরাত কামনায় ১ মিনিট নিরবতা পালনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সুচনা করা হয়।প্রধান অতিথীর বক্তৃতা করেন দৈনিক ফুলতলা প্রতিদিনের প্রকাশক ও সম্পাদক মো, সুমন সরদার। প্রধান বক্তার বক্তৃতা করেন দৈনিক ইবি নিউজের প্রকাশক মো, মাসুম সরদার।দৈনিক ইবি নিউজের সম্পাদক জাবেদ হোসেন এর সভাপতিত্বে দৈনিক ইবি নিউজের আইসিটি বিষয়ক সম্পাদক মো, ফরহাদ হোসেন ও সহকারি বার্তা সম্পাদক কলি আক্তার এর পরিচালনায় বিশেষ অতিথীর বক্তৃতা করেন খুলনা জেলা ইসলামী আন্দলন বাংলাদেশ এর সাংগঠনিক সম্পাদক মাওলানা হারুন অর রশিদ, খুলনা জেলা ইসলামী ছাত্র আন্দলনের সভাপতি মো, ফরহাদ হোসেন মোল্লা, খুলনা মহানগর এনসিপির সমন্ময়কারী আহম্মেদ হামিম রাহত, দৈনিক ইবি নিউজের প্রধান বার্তা সম্পাদক মো, নাহিদ জামান, দৈনিক ইবি নিউজের খুলনা বিভাগীয় প্রধান মো, আজিজুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন নিজেস্ব প্রতিনিধি মো, নাজিম সরদার, বিশেষ প্রতিনিধি গাজী রাসেল আকবর, যশোর প্রতিনিধি সুমন হোসেন,স্টাফ রিপোর্টার আফরোজা খাতুন সীমা,ডুমুরিয়া প্রতিনিধি শেখ মাহাতাফ হোসেন, খুলনা জেলা বৈষম্যবিরধী ছাত্র আন্দলনের সংগঠক তামিম হাসান লিওন, শামিম হাওলাদার, মোঃ তাইব শেখ প্রমূখ।খুলনা জেলা বিএনপির যুগ আহবায়ক খান জুলফিকার আলী জুলু বলেছেন, বাংলাদেশের যত আন্দোলন সংগ্রাম হয়েছে এর মধ্যে গণমাধ্যমের ভূমিকা রয়েছে অনেক। তিনি আরো বলেন আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন। এবং দৈনিক ইবি নিউজ এর সাফল্য কামনা করছি সেই সাথে ধন্যবাদ দিচ্ছি দৈনিক ইবি নিউজের সকল কর্মকর্তাদের।প্রধান অতিথির বক্তব্যে দৈনিক ফুলতলা প্রতিদিনের সম্পাদক, মোঃ সুমন সরদার বলেন, সারাদেশে যে সাংবাদিক নির্যাতন হচ্ছে কোন রাজনৈতিক দলে পক্ষ থেকে কোন প্রতিবাদ করা হয়নি এজন্যে আমি অত্যন্ত দুঃখের সাথে বলছি সারাদেশে সাংবাদিক নির্যাতন হচ্ছে সবাই ঐক্যবদ্ধভাবে এর প্রতিবাদ করতে হবে।প্রধান বক্তা ও দৈনিক টিভি নিউজ এর প্রকাশক মোহাম্মদ মাসুম সরদার বলেন আমরা গণমাধ্যম কর্মীরা স্বাধীনতার কাজবাজ নাই ৫৪ বছরেও স্বাধীন হতে পারিনি তিনি আরো বলেন বাংলাদেশের সকল আন্দোলন সংগ্রামে প্রধান ভূমিকা রেখেছে গণমাধ্যম। তাই আমরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভে দাঁড়িয়ে আজও আমরা স্বাধীন হতে পারিনি।