শাহ আলম কৌশিক/ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)পরিবেশ সংরক্ষণ, জনস্বাস্থ্য উন্নয়ন ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ময়মনসিংহ বিভাগের উদ্যোগে এবং ঈশ্বরগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের বাস্তবায়নে শুরু হয়েছে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ সাপ্তাহ ২০২৫।০৯ আগস্ট থেকে ১৪ আগস্ট পর্যন্ত চলমান এই সপ্তাহব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয় শনিবার বিকেলে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের প্রাঙ্গণে।ঈশ্বরগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামাল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব ও ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো.আমিরুল ইসলাম ভূইয়া মনি, সহ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সেবা গ্রহীতারা।সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে প্রতিটি সেবাদান কেন্দ্রে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান,বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি,সেবা গ্রহীতাদের মাঝে পরিবেশ ও স্বাস্থ্য সচেতনতামূলক বার্তা প্রচার।প্রধান অতিথির বক্তব্যে মো.আমিরুল ইসলাম ভূইয়া মনি বলেন,পরিচ্ছন্নতা বজায় রাখা ও বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বলেন, এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামাল হোসেন বলেন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ সপ্তাহ পালনের মূল উদ্দেশ্য হল, ৯ আগস্ট থেকে ১৪ আগস্ট পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ঈশ্বরগঞ্জ উপজেলার ৭ টি স্বাস্থ্য কেন্দ্রে ১ হাজারটি ফলজ ও ভেষজ বৃক্ষ রোপণ করবো। এর মাধ্যমে সরকারি দপ্তর ও সেবা প্রতিষ্ঠানগুলোকে পরিচ্ছন্ন ও সবুজ করে তোলা, যা সকলের স্বাস্থ্য ও পরিবেশের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে।বিভাগীয় পরিবার পরিকল্পনা কার্যালয়, ময়মনসিংহ এর আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে জনসাধারণের সক্রিয় অংশগ্রহণ ছিল প্রশংসনীয়।