আজিজুল ইসলাম(স্টাফ রিপোর্টার)প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশদারিত্বে অগ্ৰগতি” এ প্রতিপাদ্য সঙ্গে নিয়ে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ১২ আগষ্ট মঙ্গলবার সকাল ১০ টায় অফিসার্স ক্লাব মিলনায়তনে আন্তর্জাতিক যুব দিবসের আলোচনা সভা, শপথ বাক্য পাঠ, যুব ঋণের চেক ও প্রশিক্ষন সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রিকতা।উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ বজলুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন- কৃষি কর্মকর্তা তরুন কুমার বালা, রূপসা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. মো. আহসান হাবীব প্রামানিক,সহকারী যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা মো. কামরুজ্জামান শেখ ও মো. নাহারুল ইসলামের পরিচালনায় বক্তৃতা করেন- খুলনা জেলা শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. নাজিমুদ্দিন শেখ, রূপসা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক ইউশা মোল্লা, সিনিয়র সাংবাদিক রাজু আহমেদ খান শহিদ, ছাত্রপ্রতিনিধি তামিম হাসান লিয়ন, যুব দপ্তরের শাহ মো. আনিস হোসেন, সোনিয়া খাতুন, রজত মালাকার, অংশু মল্লিক, হাসান রশিদ মিনা, আল আমিন, লিপন, মেরিনা খাতুন, দিবা রানী দাস, নান্নু শেখ, আবদুল্লাহ প্রমূখ। আলোচনা শেষে গাছের চারা প্রদানের মাধ্যমে সভার সমাপ্তি হয়।