নিজস্ব প্রতিবেদক /যশোর অভয়নগর উপজেলার ১২ আগস্ট ২০২৫ মঙ্গলবার শংকরপাশা বিলপাড় এলাকা হতে গাছে বাঁধা অবস্থায় লিমন (১৭) নামে এক ভ্যান চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।নিহত লিমনের বাড়ি নোয়াপাড়া পৌরসভার জগ বাবুর মোড়ে। তিনি পেশায় একজন অটোভ্যানচালক। সে জগ বাবু মোড় এলাকার কাশেমের ছেলে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার মধ্যরাতে কে বা কারা তাকে গাছে বেঁধে হত্যা করে বিলের মধ্যে রেখে পালিয়ে যায়। তার কাছে থাকা অটো ভ্যান, মোবাইল, টাকা নিয়ে হত্যা করে লাশ রেখে পালিয়ে যায় দূর্বৃত্তরা।প্রতিবেশীরা জানান, তিনি ছিলেন পরিশ্রমী, সৎ ও অসহায় মানুষ। প্রতিদিন রোদ-বৃষ্টি উপেক্ষা করে কখনো গোডাউনে বস্তা টানতেন, কখনো চালাতেন অটোভ্যান—শুধু পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য।কিন্তু সেই ঘামে ভেজা জীবন থেমে গেল কিছু পাষণ্ডের হাতে। তারা তাকে হত্যা করে ছিনিয়ে নিয়েছে টাকা, মোবাইল ও অটোভ্যান।অভয়নগর থানার অফিসার ইনচার্জ আব্দুল আলীম বলেন সকালে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মর্গে পাঠিয়েছি।