পরেশ দেবনাথ(নিজস্ব প্রতিনিধি)কেশবপুর উপজেলার ৯নং গৌরিঘোনা ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকা থেকে তারেক সরদার (২৩) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। সে গৌরিঘোনা গ্রামের মৃত শহিদুল সরদারের ছেলে। সে ডুমুরিয়া উপজেলার বরাতিয়া আশ্রয়ণ প্রকল্পে বসবাস করতো। তারেক সরদার ভ্যান চালানোর পাশাপাশি পরের দিনমজুরির কাজ করে দিনাতিপাত করতো।বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে এলাকার রেজাউল নামে এক কৃষকের ঘাসক্ষেতে পড়ে থাকতে দেখে থানা পুলিশে খবর দেন। পুলিশের প্রাথমিক ধারণা তাকে মারপিট ও শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।লাশ উদ্ধারের বিষয়ে কেশবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) খান শরীফুল ইসলাম বলেন, প্রাথমিক ধারণা তাকে মারপিট ও শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। পরিকল্পিতভাবে অজ্ঞাতনামা হত্যাকারীরা তাকে হত্যা করে ঘাস ক্ষেতে লাশ ফেলে রেখে গেছে। মরদেহের গলায় ক্ষতের চিহ্ন পাওয়া গেছে এবং একটি কান দিয়ে রক্ত বের হচ্ছে। মরদেহের ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যার ঘটনাটি ক্লুলেস হওয়ায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে, হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেফতার করার জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।