পরেশ দেবনাথ(নিজস্ব প্রতিনিধি)অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি" এই প্রতিবাদ্যকে সামনে রেখে যশোরের কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদ্বোধন করা হয়েছে। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা প্রশাসন এবং উপজেলা মৎস্য অফিস কার্যালয় সপ্তাহব্যাপী নানা কর্মসূচীর আয়োজন করেন।সোমবার (১৮ আগস্ট-২৫) সকালে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণের মধ্যে দিয়ে মৎস্য সপ্তাহের শুভ উদ্বোধন করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রাথমিক শিক্ষক মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুনের সভাপতিত্বে এবং উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু-এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সুদীপ বিশ্বাস।আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দীন আলা, পৌর জামায়াতে ইসলামীর আমীর প্রভাষক জাকির হোসেন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি কুতুবউদ্দিন বিশ্বাস, উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক ওয়াজেদ খান ডবলু, জাতীয় নাগরিক পার্টি-এনসিপির কেশবপুরের মুখ্য সমন্বয়ক সম্রাট হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা মৎস্য বিষয়ক সম্পাদক কামরুজ্জামান লিটন ও ঘের ব্যবসায়ী ইস্রাফিল হোসেন।আলোচনা সভা শেষে চিংড়ী মাছ উৎপাদনে বিশেষ অবদান রাখায় আব্দুস সবুর মোল্লা, কার্প জাতীয় মাছ উৎপাদনে তরুণ উদ্যোক্তা ইয়াসিন আরাফাত, কার্প জাতীয় মাছ উৎপাদনে মুজিবর রহমান ও পাবদা মাছে উৎপাদনে বিশেষ অবদান রাখায় ইস্রাফিল হোসেনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, কেশবপুর উপজেলায় ছোট-বড় মাছের ঘের ৪৬৫৮টি, পুকুর-জলাশয় ৬৬৪০টি, বাওড় ২টি, নদী ৫টি ও ৫৯টি খাল রয়েছে। এ উপজেলায় প্রতিবছর ২৭'হাজার ৫'শত ৭৫ মেট্রিক টন মাছ উৎপাদন হয়। যার মধ্যে এ উপজেলায় ৫'হাজার ৯শত ১৫ মেট্রিক টন মাছের চাহিদা মিটিয়ে ২১'হাজার ৬৬০ মেট্রিক টন মাছ দেশের বিভিন্ন এলাকায় রপ্তানি হয়।এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার আব্দুল্ল্যাহ আল মামুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী, উপজেলা সমবায় অফিসার নাসিমা খাতুন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক শামসুল আলম বুলবুল, উপজেলা ছাত্রদলের আহবায়ক আজিজুর রহমান আজিজ, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, নিউজক্লাবের সাধারণ সম্পাদক হারুনর রশীদ বুলবুলসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও এলাকার মৎস্য ঘের মালিকগণ।