পরেশ দেবনাথ(নিজস্ব প্রতিনিধি)কেশবপুরের আমার বাংলাদেশ (এবি) পার্টির উদ্যোগে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশ নিন, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-তে যোগদিন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে কেশবপুর উপজেলার নিজস্ব কার্যালয়ে ওই মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিথিদের ফুলের শুভেচ্ছা শেষে কোরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
মঙ্গলবার (১৯ আগস্ট-২৫) বিকেলে উপজেলার পুরাতন গরুহাট সংলগ্ন নিজস্ব কার্যালয়ে মত বিনিময় সভায় এবি পার্টির যশোর জেলার যুগ্ম-আহবায়ক ও কেশবপুর উপজেলা শাখার আহবায়ক নুরুল ইসলাম রিপন-এর সভাপতিত্বে এবং সাংবাদিক শেখ শাহীন-এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন, এবি পার্টির কেন্দ্রীয় সহ-সভাপতি ব্যারিস্টার খান আজম।শুভেচ্ছা বক্তব্য রাখেন, এবি পার্টির যশোর জেলার যুগ্ম-আহবায়ক সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার মাহমুদ হাসান। তিনি তার বক্তব্যে কেশবপুর উপজেলার দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা ও তার সমাধানে এবি পার্টির পরিকল্পনার কথা তুলে ধরেন এবং সততা ও নিষ্ঠার সাথে উপজেলার মানুষের সেবা করার প্রতিশ্রুতি দেন। তিনি আরও বলেন, আমার বাংলাদেশ পার্টি নতুন দল হিসাবে সবসময় জনগণের পাশে থাকার অঙ্গীকার নিয়ে রাজনীতি করবে। আমাদের আজকের মতবিনিময় সভার মূল উদ্দেশ্য হলো, আপনাদের কথা শোনা, আপনাদের সমস্যাগুলো জানা এবং আমাদের দলের নীতি ও আদর্শ আপনাদের কাছে তুলে ধরা।" তিনি আরও বলেন, আমাদের লক্ষ্যঃ সেবা ও মূল্যবোধ ভিত্তিক রাজনীতি, অভ্যন্তরীণ গণতন্ত্র ও স্বচ্ছ নেতৃত্ব নির্বাচন, মেধা ও সততার ভিত্তিতে রাজনীতিকে উন্মুক্ত করা, পরিবারতন্ত্র ও ব্যক্তি পূজার রাজনীতির অবসান ও নতুন প্রজনন্ম ও অভিজ্ঞ নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ।বিশেষ অতিথি ছিলেন, এবি পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও যশোর জেলার যুগ্ম আহবায়ক অধ্যক্ষ ইয়ামিনুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেশবপুর উপজেলা খেলাঘর আসরের সভাপতি আব্দুল মজিদ (বড়ভাই), মঙ্গলকোট সেবা সমাজ কল্যাণ সংস্থার পরিচালক এস এম কোরবান আলী, বিশিষ্ট সমাজ সেবক ডাঃ আবুবকর সিদ্দিকী প্রমূখ। অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন থেকে শতাধিক ব্যক্তি এ অনুষ্ঠানে যোগদান করেন।