পরেশ দেবনাথ(নিজস্ব প্রতিনিধি)কেশবপুরে সড়ক দূর্ঘটনায় কয়েক ঘন্টার ব্যবধানে দুই জন প্রাণ হারালো। মঙ্গলবার (১৯ আগস্ট-২৫) রাত ১০ টার দিকে যশোরের কেশবপুর বাজারে একটি স্বর্ণের দোকানে কাজ শেষে বাইসাইকেল যোগে বাড়ি ফেরার পথে কেশবপুর-চুকনগর সড়কের বুজতলা নামক স্থানে পিছন দিক থেকে আসা মোটরসাইকেলের ধাক্কায় জয়দেব সরকার (৫০) নামের ওই স্বর্ণের কারিগরের ঘটনাস্থলেই মৃত্যু হয় এবং শাওন হোসেন (২৭) নামে এক মোটরসাইকেল চালক মারাত্মক আহত হয়েছে। মোটরসাইকেলটি কেশবপুর থেকে চুকনগর দিকে যাচ্ছিল। নিহত জয়দেব সরকার হলেন, কেশবপুর উপজেলার আলতাপোল গ্রামের মনিন্দ্র সরকারের ছেলে এবং আহত শাওন হোসেন হলেন, খুলনার লবণচরা থানার আবুল কাসেমের ছেলে। সে বর্তমানে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার দুপুরে মৃত জয়দেব সরকারকে আলতাপোল মহাশ্মশানে দাহ্ করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে রেখে গেছেন। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
অপর দিকে কেশবপুরে পেঁয়াজ বোঝাই ট্রাকের ধাক্কায় আবুল কাশেম (৭৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। বুধবার (২০ আগস্ট-২৫) ভোরে উপজেলার মধ্যকুল এলাকায় যশোর-চুকনগর মহাসড়কে ঘটনাটি ঘটেছে। নিহত আবুল কাশেম উপজেলার মধ্যকুল গ্রামের মৃত মান্দার গাজীর ছেলে। কেশবপুরে সড়ক দূর্ঘটনায় কয়েক ঘন্টার ব্যবধানে দুই জন প্রাণ হারালো।