হাওরাঞ্চল (নেত্রকোনা) প্রতিবেদক/নেত্রকোনার মোহনগঞ্জে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুনের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার বিকেল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় ছাত্র প্রতিনিধি, ব্যবসায়ী নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, শিক্ষকবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধিগণের সমন্বয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুনের সভাপতিত্বে ও উপজেলা সহকারি কমিশনার (ভুমি) এম এ কাদেরের সঞ্চালনায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সিরাজ উদ্দিন তালুকদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, উপজেলা জামায়াতের আমীর কাজী মোফাজ্জল হোসেন সবুজ, বীর মুক্তিযোদ্ধা আহাম্মদ আলী চৌধুরী হীরা, পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক হাবিবুর রহমান দোহা, পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক মিহির গোস্বামী, মোহনগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব আলতাবুর রহমান, মোহনগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ মোখলেছুর রহমান, বীর মুক্তিযোদ্ধা তারিকুজ্জামান চাষী, জাতীয় নাগরিক পার্টির উপজেলা যুগ্ম সমন্বয়ক প্রীতম, ব্যবসায়ী শ্যামল মোল্লা প্রমূখ।