মোঃ জামশেদ মিয়া (স্টাফ রিপোর্টার)ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের বিশেষ অভিযানে গাঁজা, স্কফ সিরাপ ও মাদক বিক্রির নগদ অর্থসহ একাধিক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।পুলিশ জানায়, সুযোগ্য পুলিশ সুপার এহতেশামুল হকের নির্দেশনা, সহকারী পুলিশ সুপার কসবা সার্কেল মোঃ আতিকুর রহমানের তত্ত্বাবধান এবং কসবা থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল কাদেরের নেতৃত্বে এই যৌথ অভিযান পরিচালনা করা হয়।গত ২১ আগস্ট গভীর রাতে গোপিনাথপুর ইউনিয়নের কুইয়াপানিয়া এলাকায় বাহারান মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। এসময় ৫০০ গ্রাম গাঁজা, একটি বোতল স্কফ সিরাপ এবং মাদক বিক্রির নগদ ৩০ হাজার ৫২০ টাকা উদ্ধার করা হয়।আটককৃত ব্যক্তিরা হলেন,পৌর এলাকার আকবপুর, গ্ৰামের আব্দুল রাজ্জাকের ছেলে, মোঃ জাকির হোসেন,গোপিনাথপুর ইউনিয়নের কুইয়াপানিয়া গ্ৰামের মোঃ খোকন মিয়ার ছেলে মোঃ আকিব মিয়া,একয় গ্ৰামের একরাম খার ছেলে কামাল খাঁ।আব্দুল মান্নানের ছেলে মোঃ রাব্বি মিয়া এবং পৌর এলাকার শান্তি পাড়ার চাঁন মোহন সাহার ছেলে দিপক সাহা।এছাড়া পলাতক আসামি হলেন কুইয়া পানিয়া গ্ৰামের মৃত বাবুল মিয়ার ছেলে বাহারান মিয়া।এবিষয়ে অফিসার ইনচার্জ মোঃ আব্দুল কাদের বলেন মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাদকের সাথে জরিত কাউকেই ছাড় দেওয়া হবে না।