পরেশ দেবনাথ(নিজস্ব প্রতিনিধি)কেশবপুরে দন্ত চিকিৎসার আধুনিক সরঞ্জাম নিয়ে দি পিপলস ডেন্টাল কেয়ারের শুভ উদ্বোধন করা হয়েছে। শহরের হাসপাতাল সড়কের কৃষি ব্যাংকের পাশে গ্রামীন চক্ষু হাসপাতালের বিল্ডিংয়ের তৃতীয় তলার দি পিপলস ডেন্টাল কেয়ারের অফিস আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়।শুক্রবার (২২ আগস্ট-২৫) দুপুরে সভাপতিত্ব করেন, দি পিপলস ডেন্টাল কেয়ারের প্রতিষ্ঠাতা অলোক কুমার সাহা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ডাঃ চৌধুরী সুজয় বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন, কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ, জামায়াত নেতা কামরুজ্জামান, ব্যবসায়ী কামরুজ্জামান বাচ্চু, ডাঃ বিজন কুন্ডু, কেশবপুর প্রেসক্লাবের ক্রীড়া ও সাহিত্য সম্পাদক মাসুম বিল্লাহ, সদস্য আব্দুল মোমিন প্রমুখ।
দি পিপলস ডেন্টাল কেয়ারের পরিচালক দন্ত চিকিৎসক অনিক সাহা বলেন, কেশবপুরের মানুষের জন্য তার ডেন্টাল কেয়ারে প্রতিদিন ফ্রি চেকআপ ও পরামর্শ প্রদান এবং ট্রিটমেন্টের উপর ৪০ পার্সেন্ট ডিসকাউন্ট প্রদান করা হবে।