নিজস্ব প্রতিবেদক /খুলনার বড়বাজার এলাকায় নিষিদ্ধ পলিথিন উদ্ধারে অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী। এ অভিযানে বাজারের ৬টি গোডাউন থেকে আড়াই টন পলিথিন জব্দ এবং ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। র্যাব, সেনাবাহিনীর, নৌবাহিনী এবং পরিবেশ অধিদপ্তর দুপুর থেকে বড়বাজারে যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় বাজারের বেশিরভাগ গোডাউন গুলো পরিদর্শন করা হয়। এর মধ্যে ৬টি গোডাউনে পাওয়া যায় পলিথিন। প্রায় আড়াই টন পলিথিন জব্দ করা হয় সেখান থেকে। অভিযানে থাকা কর্মকর্তারা জানান, পরিবেশের ভারসাম্য নষ্টকারী পলিথিন নিয়ে জনসচেতনতা আরও বাড়াতে হবে। কমাতে হবে পলিথিনের ব্যবহার। তাই অভিযানের মাধ্যমে বাণিজ্যিক উদ্দেশ্য মজুদের দায়ে বিভিন্ন গোডাউনে জরিমান এবং পলিথিন জব্দ করা হয়েছে।