চয়ন চৌধুরী/সুনামগঞ্জের ধর্মপাশায় নৌকাযোগে বিয়ের আলোচনার উদ্দেশ্যে রওনা দিয়ে হাওরে নৌকাডুবিতে শিশুসহ ২ জন নিখোঁজ হয়েছেন।শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ধারাম হাওরে এ নৌকা ডুবির ঘটনা ঘটে।নিখোঁজ ব্যক্তিরা হলেন, উপজেলা সদর ইউনিয়নের কেশবপুর গ্রামের মৃত চান মিয়ার ছেলে ও বিয়ের ঘটক শামসুদ্দিন আহমেদ (৬০) ও একই ইউনিয়নের পাশ্ববর্তী কান্দাপাড়া গ্রামের বাবুল মিয়ার শিশুকন্যা নুসরাত জাহান(৭)।পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, একটি বিয়ের আলোচনা করার জন্য শনিবার সকাল দশটার দিকে উপজেলার ধারাম হাওরের তীরবর্তী কান্দাপাড়া গ্রাম থেকে ইঞ্জিন চালিত ছোট একটি নৌকাযোগে একই উপজেলার জয়শ্রী ইউনিয়নের মহেশপুর গ্রামে যাওয়ার উদ্দেশ্যে বিয়ের ঘটক শামসুদ্দিন ও শিশু নুসরাত জাহানসহ তারা ৭জন রওনা দেন। পরে তাদের ওই নৌকাটি ধারাম হাওরের মাঝামাঝি যাওয়ার পর আকস্মিক ঝড়ো হাওয়ায় ঢেউয়ের কবলে পড়ে নৌকাটি সেখানে ডুবে যায়। এসময় ওই হাওরে নৌকাযোগে মাছধরারত জেলেরা বিষয়টি টের পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে ডুবে যাওয়া নৌকার মাঝিসহ ৫জনকে জীবিত উদ্ধার করতে পারলেও বিয়ের ঘটক শামসুদ্দিন আহমেদ ও শিশু নুসরাত জাহান নিখোঁজ রয়েছে।এদিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকাবাসীর সহযোগিতায় ধর্মপাশা ফায়ার সার্ভিসের সদস্যরা নিখোঁজ দুইজনের উদ্ধারের চেষ্ঠা চালিয়ে যাচ্ছেন।ধর্মপাশা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ লিয়াকত আলী জানান, নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে ময়মনসিংহ থেকে ডুবুরি দল রওনা হয়েছে, তারাও এসে উদ্ধারকাজে অংশ নেবে বলেও তিনি জানান।