পরেশ দেবনাথ(নিজস্ব প্রতিনিধি)যশোরে মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের আয়োজনে গুনিজন সংবর্ধনা ২০২৫ প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে কবি ও কথাসাহিত্যিক এম. এন. এস তুর্কী’র সদ্য প্রকাশিত উপন্যাস “হোয়াইট গোল্ড” এর উপর আলোচনা করা হয়।শুক্রবার (২২ আগষ্ট-২৫) সকালে “তির্যক যশোর” (পৌরপার্ক)-এর কার্যালয়ে মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের আয়োজনে এম এন এস তুর্কি’র সদ্য প্রকাশিত উপন্যাস ”হোয়াইট গোল্ড”-এর আলোচনা ও বাংলা সাহিত্যে বিশেষ অবদান রাখায় উপন্যাসিক এম এন এস তুর্কিকে মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের পক্ষ থেকে গুনিজন সংবর্ধনা ২০২৫ প্রদান করা হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক গাজী শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এ আয়োজনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কবি ও গীতিকার ডাঃ মোকাররম হোসেন।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক, গবেষক ও চিত্রশিল্পী মফিজুর রহমান রুননু। প্রধান আলোচক কবি ও কথাসাহিত্যিক ড.শাহনাজ পারভীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চিত্রকর এস এম আলী আজগার রাজা, যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, বিদ্রোহী সাহিত্য পরিষদ যশোরের সভাপতি আহম্মদ রাজু, কবি মঞ্জুয়ারা সোনালী।
আরও আলোচনা করেন, কবি ও কথাসাহিত্যিক রাশিদা আখতার লিলি, অধ্যাপক সুরাইয়া শরীফ, কবি বকুল হক, ডাঃ মোঃ আহাদ আলী, মোঃ শরিফ উদ্দিন, ঝিকরগাছা সাহিত্য পরিষদের সভাপতি কবি সাইফুদ্দিন সাইফুল, কবি রেবেকা টপি, রাবেয়া খানম, "কৃষ্টিবন্ধন"যশোরের সাধারণ সম্পাদক, অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক ও কবি এম এ কাশেম অমিয়, শাহরিয়ার সোহেল, কবি এস এম রাকিব, গবেষক প্রদিপ দাস, শিক্ষা বিষয়ক গবেষক অহিদুজ্জামান, আবু রায়হান, সাহিত্য সমাহার, চৌগাছা, যশোরের প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক কবি আবু রাসেল, কবি মোঃ মুজিবুর রহমান, বখতিয়ার উদ্দিন, ফাতেমাতুজ জোহরা ঐশ্বর্য, সুব্রত ব্যানার্জি, রকি মাহমুদ, কবি ভদ্রাবতী বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানে প্রায় অর্ধশতাধিক কবি, শিক্ষার্থী, পাঠকের উপস্থিতিতে এক মিলনমেলায় পরিণত হয়।