জসীম উদ্দীন(মাগুরা প্রতিনিধি)মাগুরার শালিখায় বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ আগস্ট) দুপুর ১২ টায় সময় উপজেলা বিএনপির কার্যালয়ে শালিখা উপজেলা বিএনপির উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সাবেক উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান মিল্টন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন মাগুরা-২আসনের সাবেক সংসদ সদস্য,সাবেক মাগুরা জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী সালিমুল হক কামাল। এছাড়া বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,ঢাকা দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন।মতবিনিময় সভায় প্রধান অতিথি কাজী সালিমুল হক কামাল বলেন, দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। তিনি আরো বলেন, ধানের শীষের বিপক্ষে কোন গ্রুপিং থাকতে পারে না,আমাদের একটাই গ্রুপ তারেক জিয়া খালেদা জিয়ার। আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে।এছাড়া মত বিনিময় সবাই আরো উপস্থিত ছিলেন, সাবেক সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন টুকু, বিএনপি নেতা আমিনুর রহমান,মনিরুজ্জামান মনা, সিদ্দিকুর রহমান, রিয়াজ মোল্লা,রেজাউল ইসলাম,মনিরুল ইসলামসহ উপজেলা বিএনপি'র সকল নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।