
জসীম উদ্দীন(মাগুরা প্রতিনিধি)মাগুরা শালিখায় অসহায় একটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা ওই বাড়ি থেকে ১৫/১৬ হাজার টাকা ও ৩ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ বলছে,গত বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোরের মধ্যে এই চুরির ঘটনা ঘটেছে।ঘটনাটি ঘটেছে শালিখা উপজেলার শতখালী গ্রামে (পুরাতন বাজারের পাশে) ওই বাড়িতে থাকেন দুই সন্তান নিয়ে অসহায় এক মহিলা। তিনি বলেন,বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকালে দুই সন্তান নিয়ে মেয়ের বাসায় বেড়াতে যান। শনিবার (২৩ আগস্ট) ফিরে দেখতে পান,তাঁর ঘরের মূল গেটের তালা ভাঙ্গার চেষ্টা করছে কিন্তু তালা ভাঙতে পারে নাই।পরে খুলতে গেলে আর তালা খুলতে পারে নাই, তখন তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে।সাহিনা খাতুন বলেন,মেয়ের বাড়ি থেকে বাড়ি এসে আজ দুপুরে রান্না করার জন্য ড্রাম থেকে চাল আনতে গিয়ে দেখতে পান ড্রামে চাল নাই।তখন ঘরে কাপড় রাখা বাক্স খুলতে গিয়ে দেখেন তালা খোলা।তারপর বাক্স খুলে দেখতে পান বাক্সের ভিতরে রাখা সোনার গহনা ও রুপার পায়ের নুপুর নাই।তখন তিনি পাশের বাড়ির লোকজন ডাকদেন।এরপর পাশের বাড়ির লোকজনসহ তিনি দেখতে পান বারান্দার জানালার গ্রিল খোলা। পরে তিনি একজন সাংবাদিককে বিষয়টি জানান।সাংবাদিক বিষয়টি শালিখা থানার ওসিকে জানালে এস আই নাজমুল হুসাইন ও সঙ্গীয় ফোর্সসহ বাড়িটি পরিদর্শন করেন এবং থানায় এসে লিখিত একটি অভিযোগ দেওয়ার পরামর্শ দেন।তোফায়েল পাটোয়ারী নামের স্থানীয় একজন জানান,তার স্বামী ছিলেন প্রতিবন্ধী,প্রায় আট বছর আগে পাগল হয়ে বাড়ি থেকে বের হয়ে যায়, আজও পর্যন্ত তার কোন হদিস মেলে নাই। এই পরিবারটি খুবই অসহায়। এই মহিলা তার তিনটি সন্তান নিয়ে কষ্টে বসবাস করেন।কিন্তু প্রায় সময় এই পরিবারের প্রতি বিভিন্নভাবে নির্যাতন চালানো হয় যা খুবই দুঃখজনক।জানতে চাইলে এস আই নাজমুল হুসাইন বলেন,ভুক্তভোগী বাড়ির মালিক কে থানায় এসে চুরির ঘটনায় অভিযোগ দায়ের করতে বলা হয়েছে।অভিযোগ পাওয়ার পর ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।