মোঃ আসাদুল ইসলাম মিন্টু/ময়মনসিংহের ত্রিশালে বাংলাদেশ খেলাফত মজলিস উপজেলা শাখার উদ্যোগে এক গুরুত্বপূর্ণ নির্বাহী বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যায় সাব-রেজিস্ট্রার অফিস মসজিদে বাংলাদেশ খেলাফত মজলিস ত্রিশাল উপজেলা সভাপতি মাওলানা আবু তাহের এর সভাপতিত্বে এবং নির্বাহী সদস্য মাওলানা রফিকুল ইসলামের সঞ্চালনায় বৈঠকে সংগঠনকে আরও গতিশীল করার লক্ষ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।বিশেষ করে, ত্রিশাল উপজেলার পৌরসভা এবং বিভিন্ন ইউনিয়ন শাখায় সংগঠনের কার্যক্রমকে চাঙ্গা করতে প্রত্যেক উপশাখায় নিয়মিত সফরের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এতে তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রমের সার্বিক খোঁজখবর রাখার জন্য প্রতিটি ইউনিয়নে নির্দিষ্ট জিম্মাদারও নির্ধারণ করা হয়।আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল কুদ্দুস শিকদারের পক্ষে ব্যাপক প্রচার-প্রচারণা, গণসংযোগ এবং শোডাউনের পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে।বৈঠকে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে মাওলানা আব্দুল কুদ্দুস শিকদার এসব বিষয়ে দিকনির্দেশনা দেন।বৈঠকে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের ময়মনসিংহ জেলা পশ্চিমের সহ-সভাপতি মাওলানা হাবিবুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মাওলানা নাছির উদ্দীন, এবং বায়তুল মাল সম্পাদক মাওলানা শরিফুল ইসলাম।এছাড়াও, উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আবুল হোসাইন, সহ-সভাপতি মাওলানা উমর ফারুক, মাওলানা আবুল কালাম, হাফেজ আলী হোসাইন, ক্বারী সাইফুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মাওলানা মাসউদুর রহমান জালালি, মুফতি বুরহান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা দীন মুহাম্মদ ত্রিশালী, সহ-সাংগঠনিক সম্পাদক ক্বারী সানাউল্লাহ, বায়তুল মাল সম্পাদক মাওলানা বুরহান উদ্দিন, সমাজ কল্যাণ সম্পাদক হাফেজ আবু বকর, এবং পৌর শাখার নেতৃবৃন্দসহ যুব মজলিসের সভাপতি হাফেজ আব্দুল্লাহ আল মামুন প্রমুখ বৈঠকে উপস্থিত ছিলেন।