জসীম উদ্দীন(মাগুরা প্রতিনিধি)মাগুরার শালিখা উপজেলা শতখালী ইউনিয়ন বিএনপির আয়োজনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে উপজেলার সিমাখালি হাই স্কুল মাঠে শতখালী ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।শালিখা উপজেলার শতখালী বিএনপির সাবেক সভাপতি এ্যাড. ইখলাসুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন।শতখালী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মনিরুজ্জামান মনার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলায় বিএনপির সাবেক সভাপতি মোজাফর হোসেন টুকু, সাবেক সভাপতি আনিসুর রহমান মিল্টন, মাগুরা সদর উপজেলা যুবদলের আহ্বান কুতুবউদ্দিন রানা।এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল মুন্সী, শালিখা উপজেলা বিএনপি নেতা,সিদ্দিক মোল্লা, হারুন অর রশিদ সরদার, মকবুল হোসেন মোল্লা ও শহর আলী মৃধা,যুবদল নেতা,মহাসিন মোল্লা,রিয়াজ মোল্লাসহ শতখালী ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।এসময় বক্তারা বিভিন্ন রাজনৈতিক দলের সমালোচনার পাশাপাশি আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে হলে সংগঠনকে আরও শক্তিশালী করা জরুরি বলে তারা মনে করেন। জনগণ বিএনপির পক্ষে রয়েছে এবং মাঠে থেকে সক্রিয় থাকলে বিজয় নিশ্চিত করা সম্ভব। তাই বক্তারা সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান এবং তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক কর্মকাণ্ড আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।