মোঃ জামশেদ মিয়া(স্টাফ রিপোর্টার)ব্রাহ্মণবাড়িয়ার কসবায় স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে এক বখাটে যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।আজ শনিবার সকাল ৯টার দিকে কুটি ইউনিয়নের আতকাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। কুটি গার্লস স্কুলের দশম শ্রেণির এক ছাত্রী কোচিং শেষে বাড়ি ফেরার পথে মো. ইব্রাহীম নামে এক অটোরিকশা চালক তার সঙ্গে অশালীন আচরণ ও শারীরিকভাবে স্পর্শ করার চেষ্টা করে। এক পর্যায়ে ভুক্তভোগী ছাত্রী বাধা দিলে তার জামা ছিঁড়ে যায়।খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ছামিউল ইসলাম আসামিকে জিজ্ঞাসাবাদ করেন। স্বেচ্ছায় দোষ স্বীকার করায় দণ্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারা মোতাবেক তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।এ কাজে সহযোগিতা করে কসবা থানা পুলিশের একটি টিম এবং স্থানীয় জনগণ।