জসীম উদ্দীন(মাগুরা প্রতিনিধি)মাগুরার শালিখায় খাল ও বিল দখলমুক্ত করতে এবং মাছের প্রজনন ক্ষেত্র রক্ষায় উপজেলা প্রশাসনের উদ্যোগে অভিযান পরিচালিত হয়েছে।সোমবার (১ সেপ্টেম্বর) সকাল থেকে উপজেলার শালিখা ইউনিয়নের হাড়িয়ারখাল,শরশুনাগোসাতঁরা বিল,শতখালী ইউনিয়নের বয়রার খালে এ অভিযান চালানো হয়। এতে প্রায় ৫টি স্থায়ী অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।এছাড়া কারেন্ট জাল ২৮০০ মিটার, চায়না দোয়ারী ১৩টি ও ২ টি ১৬০ মিটার সুতে জব্দ করা হয়।অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌসী আক্তার।অভিযান চলাকালে উদ্ধার করা ১৩টি চায়না দুয়ারি জাল,কারেন্ট জাল ও সুতেজালসহ বিভিন্ন প্রকার নিষিদ্ধ মাছ ধরার সরঞ্জাম। পরে বিকেলে উপজেলা আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুল মাঠে স্থানীয় জনগণের উপস্থিতিতে এসব জাল ও সরঞ্জাম পুড়িয়ে ধ্বংস করা হয়।উপজেলার আইডিয়াল হাই স্কুল মাঠে জব্দ করা জাল আগুন দেওয়ার সময় উৎসুক জনতা বলেন, “এ অভিযানে স্থানীয়ভাবে ব্যাপক সাড়া পড়েছে। মানুষ আশা করছে, খালগুলো আবার প্রাণ ফিরে পাবে এবং দেশীয় মাছের উৎপাদন বাড়বে।উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌসী আক্তার জানান, দীর্ঘদিন ধরে এসব খালে অবৈধ স্থাপনা ও নিষিদ্ধ জাল ব্যবহার করে প্রাকৃতিক জলপ্রবাহ ব্যাহত হচ্ছিল। এতে দেশীয় প্রজাতির মাছের প্রজনন ও বিচরণ ক্ষেত্র ধ্বংস হচ্ছিল।তিনি আরও বলেন, “অভিযানের অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বনি আমিন বলেন, “জলাশয়, খাল ও নদীতে কোনো ধরনের অবৈধ দখল বা নিষিদ্ধ জাল ব্যবহার করতে দেওয়া হবে না। খালের স্বাভাবিক প্রবাহ ও দেশীয় মাছের প্রজনন রক্ষায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।