চয়ন চৌধুরী/বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নেত্রকোনার মোহনগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।দিবসটি উদযাপন উপলক্ষে সোমবার সকাল ১১টায় উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে উপজেলা বিএনপির দলীয় অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্র্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে র্র্যালীটি মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকার রেন্ট্রি গাছের নিচে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়।উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েনের সভাপতিত্বে ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম রব্বানী পুতুলের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম খান ওরফে ভিপি জাহাঙ্গীর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, জেলা বিএনপির সাবেক সদস্য ও সাবেক পৌর মেয়র মাহাবুবুন্নবী শেখ, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন তালুকদার, পৌর বিএনপির জৈষ্ঠ্য সহ সভাপতি মোস্তাফিজুর রহমান মাসুম, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান দোহা, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কবীর চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান এনামূল হক স্বপন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর ফরিদুজ্জামান ফরিদ, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক শাহালম চৌধুরী, পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক খালেদ হাসান তুহিন, উপজেলা যুবদলের আহবায়ক জাহাঙ্গীর আলম তালুকদার, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন জীবন, পৌর যুবদলের আহবায়ক জহিরুজ্জামান খান রনি, উপজেলা ছাত্রদলের আহবায়ক জামিউল ইসলাম রাকিব, পৌর ছাত্রদলের আহবায়ক নাজমুছ সাদী চৌধুরী অপু প্রমূখ।এদিকে, দিবসটি সফল ও সার্থক করতে ওইদিন সকাল থেকেই প্রচন্ড গরম উপেক্ষা করে উপজেলার সাতটি ইউনিয়ন ও পৌরসভার নয়টি ওয়ার্ড থেকে শত-শত দলীয় নেতা-কর্মীরা পৃথক-পৃথক মিছিল নিয়ে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এসে জড়ো হতে থাকেন।