মোঃ জামশেদ মিয়া(স্টাফ রিপোর্টার)ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের খিরনাল গ্রামের একটি কালভার্ট এখন মৃত্যুঝুঁকির ফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিন ওই কালভার্ট দিয়ে হাজারো মানুষ এবং অর্ধশতাধিক যানবাহন যাতায়াত করে। কিন্তু দীর্ঘদিন সংস্কার না হওয়ায় কালভার্টটি নড়বড়ে হয়ে পড়েছে, আশপাশের সড়কও ভাঙাচোরা অবস্থায় রয়েছে। এতে করে স্থানীয়রা আতঙ্কের মধ্যেই চলাচল করছেন।খিরনাল গ্রামের এই কালভার্ট দিয়ে কসবা সদর থেকে জয়নগর বাজার পর্যন্ত অন্তত ৩০ গ্রামের মানুষ যাতায়াত করে থাকেন। ইতোমধ্যেই অসংখ্য ছোট-বড় যানবাহন ঝুঁকি নিয়ে পারাপার করছে প্রতিদিন। স্থানীয়দের অভিযোগ, একাধিকবার অভিযোগ দেওয়ার পরও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।স্থানীয় বাসিন্দা মো. মাহাবুবুর রহমান বলেন, “প্রতিদিন স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষ এই পথে যাতায়াত করছে। আমরা সবসময় ভয় নিয়ে চলাচল করি। কালভার্টটি যদি ভেঙে যায় তাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।আরেকজন অটোরিকশা চালক মো. সেলিম মিয়া বলেন, ট্রাক বা ভ্যান উঠলেই দুলে ওঠে কালভার্ট। এটি যে কোনো সময় ভেঙে যেতে পারে। আমরা দ্রুত সংস্কারের দাবি জানাই। স্থানীয় মতে, কালভার্টটি দ্রুত সংস্কার না হলে প্রাণঘাতী দুর্ঘটনা ঘটতে পারে যে কোনো মুহূর্তে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত নজরদারি ও পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।