পরেশ দেবনাথ(নিজস্ব প্রতিনিধি)কেশবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৩ সেপ্টেম্বর-২৫) বিকেলে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ওই র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি বিএনপির দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে ব্যান্ডপার্টির বাজনার তালে তালে উৎসবমুখর পরিবেশে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। র্যালি শেষে কেশবপুর দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ।এ সময় উপস্থিত ছিলেন, কেশবপুর পৌর বিএনপির সভাপতি ও কেশবপুর পৌরসভার সাবেক প্রথম পৌর মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, সিনিয়র সহ-সভাপতি রেহেনা আজাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম শহীদ, পৌর বিএনপির সহ-সভাপতি কুতুব উদ্দিন বিশ্বাস, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস, হুমায়ুন কবীর সুমনসহ উপজেলা, পৌর, ১১টি ইউনিয়ান, পৌরসভার ৯টি ওয়ার্ড বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা র্যালিতে অংশ নেন।