পরেশ দেবনাথ(নিজস্ব প্রতিনিধি)যশোরের কেশবপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, উপজেলা বিএনপির সভাপতি ও যশোর-৬ কেশবপুর আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী বিশিষ্ট রাজনীতিবিদ আলহাজ্ব আবুল হোসেন আজাদ।মঙ্গলবার (০২ সেপ্টেম্বর-২৫) সকাল থেকে তিনি কেশবপুরের বাহারুল উলুম কামিল মাদরাসা, কেশবপুর সরকারি ডিগ্রি কলেজ, হাজী আব্দুল মোতালেব মহিলা কলেজ ও কেশবপুর পাইলট বালিকা বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের সাথে মত বিনিময় করেন। এসময় তিনি শিক্ষকদের সাথে শিক্ষার মানোন্নয়ন ও বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন। শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ, শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘদিনের জমে থাকা বিভিন্ন সমস্যার কথা তুল ধরলে তিনি সাধ্যমতো সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন, কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মঞ্জু রানী বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, শিক্ষক নেতা আব্দুল হান্নানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারী বৃন্দ।