
শাহিন বিশ্বাস(ষ্টাফ রিপোটার)বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরার তালা উপজেলা বিএনপির আয়োজনে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) পাটকেলঘাটায় অনুষ্ঠিত হয়েছে আনন্দ শোভাযাত্রা ও বিজয় র্যালি।র্যালিতে বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে পাটকেলঘাটা এলাকায় জনস্রোত সৃষ্টি হয়। দীর্ঘ শোভাযাত্রা পাটকেলঘাটার প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মিনাল কান্তি রায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বিএনপি সব সময় জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করেছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই বিজয়ের মাসে আমরা নতুন উদ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সামিল হব।এসময় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।