জসীম উদ্দীন(মাগুরা প্রতিনিধি)বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান ও মাগুরা-২ আাসনের সংসদ সদস্য পদপ্রার্থী এ্যাড: নিতাই রায় চৌধুরী বলেছেন অন্যায়ের বিদ্রোহ ন্যায় সংগত, তাই অন্যায় করলে কাউকে ছাড় দেওয়া হবে না। শত শত সালাম জানায় সেই কৃষকদের প্রতি যারা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ফসল ফলায়। আমি কৃষকদের ঘরে আলো জালাতে চাই, আমি বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। আমাদের দল ক্ষমতার এলে মেয়েদের আর্থিক ও সামাজিক উন্নতির জন্য প্রকল্প নেয়া হবে। আজকে দেশের মধ্যে যে অপশক্তি মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে, যে বিশৃঙ্খলা হচ্ছে তা কেবলমাত্র নির্বাচিত সরকার আসলে ঠিক হওয়া সম্ভব। নির্বাচন নিয়ে যে ষড়যন্ত্র চলচে তা কখনোই সফল হবে না যথাসময়েই নির্বাচন হবে। শুক্রবার (৫সেপ্টেম্বর) বিকালে শালিখা উপজেলার শতখালী ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি আরে বলেন, বাংলার মাটিতে কোনো ষড়যন্ত্রকারীর ঠাঁই হবে না। এই মাটিতেই সকল দুষ্কৃতকারীর বিচার হবে। আমাদের দল (বিএনপি) রাষ্ট্র ক্ষমতায় আসলে একটি নতুন বাংলাদেশের জন্ম হবে। শতখালি সিংহেশ্বরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে শতখালি ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি ওয়াজেদ আলী সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাডঃ রোকনুজ্জামান, মিথুন রায় চৌধুরী, মাগুরা সেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম জাহিদ, মাগুরা জেলা বিএনপির সদস্য মুন্সি মনিরুজ্জামান চকলেট, মোতালেব হোসেন, শালিখা উপজেলা যুবদলের সদস্য সচিব নয়নুজ্জামান নয়ন, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ জাহিদুর রহমান প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শতখালি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক আঃ গফুর মোল্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক আঃ রাজ্জাক মোল্যা।