পরেশ দেবনাথ(নিজস্ব প্রতিনিধি)কেশবপুরে মাদক, চুরি, ডাকাতি, ছিনতাইসহ সকল অপরাধমূলক কর্মকান্ড বন্ধে কেশবপুর পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডবাসীর আয়োজনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (০৫ সেপ্টেম্বর-২৫) সন্ধ্যায় আবু সারাফ সাদেক অডিটোরিয়ামের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদ ও ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হালিম মোড়ল।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌর যুবদলের আহ্বায়ক গোলাম মোস্তফা, রিএনপি নেতা শাহাবুদ্দিন বাবলু, আকরাম হোসেন, সিরাজুল ইসলাম , কোরবান আলী ও আব্দুস সালাম প্রমুখ। সাবেক কাউন্সিলর আব্দুল হালিম মোড়লের ডাকে সাড়া দিয়ে দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মাদকবিরোধী এই সমাবেশে সমাবেত হন।