চয়ন চৌধুরী/সুনামগঞ্জের ধর্মপাশায় সরকারি জায়গা দখল করে দোকান ঘর নির্মাণের অভিযোগে দুই অবৈধ দখলদারকে কারণ দর্শানোর নোটিশ করা হয়েছে।সম্প্রতি উপজেলা সহকারি কমিশনারের (ভুমি) অতিরিক্ত দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায় স্বাক্ষরিত এ কারণ দর্শানোর নোটিশটি উপজেলার বাদশাগঞ্জ বাজারের সরকারি জায়গার অবৈধ দখলদার সাকের হোসেন সাগর ও জামাল হোসেন নামে ওই দুই ব্যবসায়ীকে নোটিশ প্রাপ্তির ৭ কার্যদিবসের মধ্যে জবাব দেওয়ার জন্য এ কারণ দর্শানোর নোটিশটি করা হয়।
উপজেলা ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে,
উপজেলার বাদশাগঞ্জ বাজারের সরকারি জায়গা দখল করে দীর্ঘদিন যাবত বৌলাম গ্রামের বাসিন্দা ও আওয়ামী লীগ নেতা সাকের হোসেন সাগর ও একই এলাকার বাসিন্দা জামাল হোসেন নামে দুই প্রভাবশালী ব্যক্তি সেখানে অবৈধভাবে দোকান ঘর নির্মাণ করে দাপটের সাথে তারা সেখানে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করে আসছেন। কিন্তু বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসলে সরকারি জায়গা থেকে অবৈধ এসব স্থাপনা উচ্ছেদ করতে তাদেরকে একাধিকবার তাগিদ দেওয়া হলেও তারা বিষয়টির কোনো গুরুত্ব দেয়নি। এ অবস্থায় গত ৩ আগষ্ট উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারি জায়গা থেকে কেন তাদেরকে উচ্ছেদ করা হবে না, তা নোটিশ প্রাপ্তির ৭ কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।অবৈধ দখলদার সাকের হোসেন সাগর বলেন, আমি কোনো সরকারি জায়গা দখল করিনি। তবে আমি আমার ভাইয়ের ঘরটি ভাড়া নিয়ে সেখানে ব্যবসা করে আসছি। তিনি আরো বলেন, আমার ভাই শুধু একাই নয়, এই বাজারের অধিকাংশ জায়গাই খাস। তবে এলাকাবাসী ওইসব খাস জায়গায় স্থাপনা নির্মাণ করে প্রায় ৩০-৩৫ বছর যাবত ব্যবসা বাণিজ্য করে আসছে। এমনকি দখলদারদের পক্ষ থেকে সরকারিভাবে বন্দোবস্ত পাওয়ার জন্য আবেদনও করা আছে বলে তিনি জানান।উপজেলা সহকারি কমিশনারের (ভুমি) অতিরিক্ত দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায় কারণ দর্শানোর নোটিশ দেওয়ার বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, দখলদাররা যথাযথ জবাব না দিলে এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।