
মোঃ জামশেদ মিয়া(স্টাফ রিপোর্টার)ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মহিলা দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মোঃ সাদ্দাম হোসেন।আজ সকালে মাদ্রাসা প্রাঙ্গণে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও প্রিজাইডিং অফিসার মোঃ আবু তৌহিদের সভাপতিত্বে নির্বাচন অনুষ্ঠিত হয়। সভার শুরুতে মহান আল্লাহর নাম স্মরণ করে কার্যক্রম শুরু করা হয়।সভায় অভিভাবক সদস্য মাইনুল ইসলাম, সভাপতি পদে সাদ্দাম হোসেনের নাম প্রস্তাব করেন। অন্যদিকে সংরক্ষিত মহিলা সদস্য সুমাইয়া আক্তার, জিয়াউল হুদা শিপনের নাম প্রস্তাব করেন। ফলে গোপন ব্যালটে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।মোট ৯ জন ভোটারের মধ্যে ৮ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে সাদ্দাম হোসেন পান ৭ ভোট আর জিয়াউল হুদা শিপন পান ১ ভোট।ফলাফল ঘোষণার পর সর্বাধিক ভোট পাওয়া মোঃ সাদ্দাম হোসেনকে সভাপতি হিসেবে ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার।নির্বাচন শেষে সভাপতি উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সভার সমাপ্তি ঘোষণা করেন।।