পরেশ দেবনাথ(নিজস্ব প্রতিনিধি)যশোরের কেশবপুরের হাসানপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে গণসংযোগ করেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ।শনিবার (১৩ সেপ্টেম্বর-২৫) বিকেলে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ওই ইউনিয়নের বগার মোড় বাজার, আওয়ালগাতী বাজার, জিয়েলতলা বাজার ও হাসানপুর বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গণসংযোগ করেন।এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস, ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মাস্টার মিজানুর রহমান কাকর, সাংগঠনিক সম্পাদক সোহেল মেহেদীসহ ইউনিয়ন বিএনপি ও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।এছাড়া তিনি শুক্রবার ১২ সেপ্টেম্বর-২৫) বিকেলে উপজেলার বিদ্যানন্দকাটি ইউনিয়ন বিএনপি উদ্যোগে ইউনিয়নের জামালগঞ্জ বাজার, বাউশলা বাজার, পরচক্রা বাজা তেঘরী বাজারসহ ওই ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গণ সংযোগ করেন। এ সময় বিদ্যানন্দকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার কে এম খলিলুর রহমান, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম গাজী, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদসহ ওই ইউনিয়ন ও ইউনিয়নের ৯টি ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ তাঁর সঙ্গে ছিলেন।